|
---|
নতুন গতি নিউজ ডেস্ক: পেট্রোলের দামে নতুন রেকর্ড তৈরি হল কলকাতায়। অতীততে সব রেকর্ড ছাপিয়ে গেল রবিবার। এই নিয়ে টানা চারদিন পেট্রোল ও ডিজেলের দাম বাড়ল মহানগরে। এই প্রথম কলকাতায় পেট্রোলের দাম পেরিয়ে গেল ১০৩ টাকা। শনিবার আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বাড়ায় কলকাতা-সহ ভারতের মেট্রো শহরেও পেট্রোল-ডিজেলের দাম বাড়ল।
আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম সর্বোচ্চ বেড়েছে। বিগত তিন বছরের মধ্যে এই বৃদ্ধি সর্বোচ্চ বলে জানা গিয়েছে। স্বাভাবিকভাবেই ভারতের বাজারে এই বৃদ্ধির প্রভাব পড়ছে। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বাড়ায় পরপর চারদিন ভারতের বিভিন্ন শহরে পেট্রোল-ডিজেলের দাম বেড়েছে। এক সপ্তাহের মধ্যেই চারবার তেলের দাম বৃদ্ধিতে দেশে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির আশঙ্কাও থাকছে।
এদিন গোটা দেশে পেট্রোলের দাম বেড়েছে ২০ থেকে ৩০ পয়সা। কলকাতায় দাম সর্বকালীন রেকর্ড গড়েছে। পুজোর মুখে পেট্রোপণ্যের ব্যাপক দাম বৃদ্ধিতে মানুষ উৎকণ্ঠায়। কলকাতায় এদিন পেট্রোলের দাম ৩০ পয়সা বেড়ছে। কলকাতায় পেট্রোলের দাম ১০৩ টাকা ৭ পয়সা। প্রথমবার শহরে পেট্রলের দাম ১০৩ টাকা পেরিয়ে গিয়েছে। পেট্রোলের দামের পাশাপাশি বেড়েছে ডিজেলের দামও। ডিজেলের দাম লিটার পরতি বেড়ে দাঁড়িয়েছে ৯৩ টাকা ৮৯ পয়সা।
শুধু কলকাতাই নয়, রাজধানী দিল্লিতেও পেট্রোল ও ডিজেলের দাম সর্বকালীল রেকর্ড ছুঁয়েছে। রাজধানী দিল্লিতে এক লিটার পেট্রোলের দাম ১০২ টাকা ৩৯ পয়সা। ডিজেলের দাম ৯০ টাকা ৭৭ পয়সা। মুম্বইতেও জ্বালানির মূল্যবৃদ্ধিতে উৎকণ্ঠার ছবি স্পষ্ট। মুম্বইয়ে লিটারপ্রতি পেট্রোলের দাম ১০৮ টাকা ৪৩ পয়সা। আর ডিজেলের দাম ৯৮ টাকা ৪৮ পয়সা।
২০২১-এ পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের আগে পেট্রোল ও ডিজেলের দাম একটু পড়তির দিকে ছিল। ভোট মিটে যাওয়ার পর থেকে ধারাবাহিকভাবে বাড়ছে পেট্রোল ও ডিজেলের দাম। এই মুহর্তে দেশের বিভিন্ন মেট্রো শহরে পেট্রোপণ্যের দাম সর্বকালীন রেকর্ড গড়েছে। সর্বোচ্চ দামে পৌঁছেছে পেট্রোল ও ডিজেল।
বিশেষজ্ঞরা বলছেন, করোনার জেরে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে অস্থিরতা তৈরি হয়েছে। তার প্রভাব পড়েছে ভারতের বাজারে। ভারতীয় বাজারেও বাড়ছে তেলের দাম। পেট্রোপণ্যের উপর সরকারি শুল্কও বেশি ভারতের বাজারে। ফলে দাম সেঞ্চুরি ছাড়িয়ে আরও বাড়ছে। কেন্দ্র এখন পেট্রোপণ্যের মূল্য নিয়ন্ত্রণে জিএসটি কাউন্সিলকে ঢাল হিসেবে ব্যবহার করছে।
কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সাফ জানিয়েছেন, পেট্রোপণ্যের দাম কমাতে হলে তা জিএসটির আওতায় আনতে হবে। কিন্তু জিএসটি কাউন্সিল সেই প্রস্তাবে সায় দিচ্ছে না। বিরোধীদের হাতে থাকা রাজ্যগুলিও জিএসটির আওতায় পেট্রোপণ্যকে আনতে নারাজ। বিজেপিশাসিত রাজ্যগুলিও পেট্রোপণ্যকে জিএসটির আওতায় আনতে বাধা দিচ্ছে।