সাঁকরাইল সাহিত্য পরিষদের প্রতিষ্ঠা দিবস উদযাপন

নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রাম: শনিবার ২রা অক্টোবর ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল সাহিত্য পরিষদের ১৪তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এক মনোজ্ঞ সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত হলো রোহিনীত। ২০০৮ সালের এই দিনে সাঁকরাইল সাহিত্য পরিষদ প্রতিষ্ঠিত হয়। ঝাড়গ্রামের প্রত্যন্ত ব্লক সাঁকরাইলের রোহিনীর ব্লক কমিউনিটি হলে এবারের সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত হলো জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মদিনে পুণ্য লগ্নে। এলাকার চিরন্তন সংস্কৃতি চর্চার ঐতিহ্য বহনকারী এই সংস্থার অনুষ্ঠানটি ছড়া কবিতা অনুগল্প সঙ্গীত এবং বক্তব্যের মধ্য দিয়ে শঙ্খ ঘোষ ও বুদ্ধদেব গুহ স্মরণ মঞ্চকে সাহিত্যের আলোয় উদ্ভাসিত করে তুলছিল এদিনের অনুষ্ঠান।

    প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠান শুরু করেন রোহিনী সি আর ডি হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গৌরাঙ্গ ঘোষ মহাশয়। মহাত্মা গান্ধীর প্রতিকৃতিতে মাল্যদান করেন বিডিও রথীন বিশ্বাস । বিশিষ্ট বৈজ্ঞানিক ও আই আই টির অধ্যাপক ড.ভানুভূষণ খাটুয়া, বিশিষ্ট আঞ্চলিক ইতিহাস গবেষক সন্তু জানা এবং বিশিষ্ট আঞ্চলিক কবি স্বপন পণ্ডাকে বিশেষ সম্বর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাব্রতী অখিলবন্ধু মহাপাত্র, মনীন্দ্রনাথ ষড়ঙ্গী চিকিৎসক অরুণচন্দ্র গিরি বিশিষ্ট কবি দেবাশীষ প্রধান আশুতোষ রানা প্রভৃতি বিশিষ্ট জনেরা। এবছর মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে পঞ্চম এবং ঝাড়গ্রাম জেলাতে প্রথম স্থানাধিকারী দেবাশীষ দাস ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে ১১তম স্থান এবং ঝাড়গ্রাম জেলায় প্রথম স্থানাধিকারী ইমন দাস কে সাহিত্য পরিষদের পক্ষ থেকে সম্মাননা পত্র প্রদান করা হয়। অনুষ্ঠানের শেষে সাহিত্য পরিষদের সভাপতি বীরেন্দ্র নাথ সাহু মহাশয় উপস্থিত সকলকে শুভেচ্ছা অভিনন্দন কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। সমগ্র অনুষ্ঠান টি সঞ্চালনা করেন বিশিষ্ট কবি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব প্রদীপ কুমার মাইতি মহাশয় সহযোগী সঞ্চালক রীতিকা পইড়া।