শীতবস্ত্র বিতারণ মালদায় ,১০০ পরিবারের হাতে কম্বল তুলে দিলো স্বেচ্ছাসেবী সংস্থা” স্বপ্ন উড়ান”

নাজমুস সাহাদত, নতুন গতি :

    সম্প্রীতি মালদার মঙ্গলবাড়ির সারদাপল্লীতে প্রায় ১০০ পরিবারের হাতে কম্বল তুলে দিয়েছেন মালদারই এক স্বেচ্ছাসেবী সংস্থা ‘স্বপ্ন উড়ান’। তাদের সঙ্গে ছিলেন মালদা জেলার ও রাজ্যের কিছু মানবিক মুখ, যারা এই টিমের কাজ দেখে আপ্লুত হয়েছেন এবং সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। স্বপ্ন উড়ান টিমের সাধারন সম্পাদক বলেন যে,”গত ১৭ ডিসেম্বর ছিল রিত্রিকার ১৫তম জন্মদিন। তার বাবা আমাদের কাজে নিয়মিত নজর রাখতেন। উনি দেখেছিলেন আমরা শিতবস্ত্র দেবো। তাই উনি ঠিক করেছিলেন যে এইবার মেয়ের জন্মদিন কাটাবো দুঃস্থ মানুষদের সাথে। তিনি খুব কাছ থেকে লক্ষ করেছেন কনকনে ঠাণ্ডায় দুঃস্থ মানুষদের দিন কিভাবে কাটে।তাই তিনি আমাদের জানিয়েছিলেন যে তিনি কিছু কম্বল দেবেন। তাই তিনি আমাদের দিয়েছেন এবং আমাদের ফেসবুকে পোষ্ট দেখে আমাদের পাশে দাঁড়িয়েছেন৷ বনশ্রী ঝা তিনি কিছু কম্বল দিয়ে সাহায্যের হাত বাড়িয়েছেন।

    আমাদের দলের এক সদস্য শিল্যাংকি দি ও দলের সহ সভাপতি সুমিত সরকার কিছু কম্বল আমাদের স্বপ্ন উড়ান কে দিয়েছে এই গ্রামে দেওয়ার জন্য । দূর থেকে আমাদের কাজ দেখে সঞ্জীব নিজ সামর্থ অনুযায়ী কিছু সাহায্য পাঠিয়েছেন। দাদা আমাদের দলের মত বাকি স্বেচ্ছাসেবী দল ও দুঃস্থ মানুষদের সেবা করেন এবং আমার আর একজন দিদি অম্বালিকা সদুর কলকাতা থেকে পাঠিয়েছেন কিছুটা কম্বল। সকলকে অনেক অনেক ভালোবাসা। অশেষ ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য।।ভালোবাসা গ্রাম খুশি হয়েছে নতুন কম্বল পেয়ে।

    স্বপ্ন_উড়ান সবশেষে তাদের ধন্যবাদ জানাতে ভুলেন নি, বহু ভালো মানুষ যারা স্বপ্ন উড়ান কে প্রতিনিয়ত ভালোবাসা দিয়ে এগোতে সাহায্য করছেন। এই রকমভাবে স্বপ্ন উড়ান সবাইকে সবসময় পাশে চাই। মানুষ চাইলে সব পারে,আপনারা ও উৎসাহিত করবেন মালদার নতুন পথ চলা স্বপ্ন উড়ান কে।।