|
---|
নিজস্ব সংবাদদাতা মেদিনীপুর: কোভিডের দ্বিতীয় ঢেউয়ের মাঝে বিশেষজ্ঞর জানিয়েছেন করোনা মহামারীতে তৃতীয় ঢেউ আসার সম্ভাবনা প্রবল এবং এতে শিশুরাও আক্রান্ত হতে পারে।এই সম্ভবনাকে মাথায় রেখে শিশুরোগ বিশেষজ্ঞ চিকিৎসক ড.শুভময় মুখার্জিকে সঙ্গে নিয়ে শালবনি ব্লকের লোধা ও আদিবাসী অধ্যুষিত গ্রামগুলোতে সচেতনতামূলক প্রচার শুরু করলো জঙ্গলমহল উত্তরণ ঐক্য মঞ্চে।উপস্থিত ছিলেন সমাজকর্মী মৃণাল কোটাল এবং তাঁর টিম, জঙ্গলমহল উত্তরণ ঐক্যের পক্ষ থেকে উপস্থিত ছিলেন জগন্নাথ পাত্র,বিশ্বদীপ সিংহ,বিমল মুর্মু,চন্দন সিং প্রমুখ। সভাপতি জগন্নাথ পাত্র জানান এই ভয়ংকর মহামারীতে জঙ্গলমহলে সাধারণ মানুষের পাশে থাকা আমাদের কর্তব্য এবং আগামী দিনে আমাদের এই লড়াই জারি থাকবে।।