ভোট পরবর্তী হিংসার জন্য মানবাধিকার কমিশনের খোলা দরবার

নিজস্ব সংবাদদাতা, সিউড়ী: ভোটপরবর্তী কালে হিংসায় কোন ব্যাক্তি, সম্প্রদায় বা রাজনৈতিক ভাবে যদি কেউ আক্রান্ত বা হিংসার শিকার হয়েছেন তারা সরাসরি অভিযোগ জানাতে পারেন জাতীয় মানবাধিকার কমিশনের কাছে। এবিষয়ে এক প্রেস বিবৃতিতে জানানো হয়েছে সে কথা। প্রেস বিবৃিতে দুটি ফোন নাম্বার ও ই-মেল আইডিও দেওয়া হয়েছে। সেখানে বিস্তারিত তথ্য সহ জানাতে বলা হয়েছে।

    গত ১৮ জুন মহামান্য কলকাতা হাইকোর্টের নির্দেশ মতো জাতীয় মানবাধিকার কসিশনের প্রতিনিধিদের কাছে যে কেউ তাদের অভিযোগ জানাতে পারেন রবিবার ও সোমবার। ফোন বা ই মেল মারফতও অভিযোগ জানানোর কথা বলা হয়েছে। ফোন নাম্বার দুটি হলো ৮৮২৬৭০৫৯০৬, ৮৭৯৯৭১২২৫৯, ই- মেল [email protected]

    পশ্চিমবঙ্গে রাজনৈতিক পরবর্তী কালে হিংসার ঘটনা নিয়ে একাধিক অভিযোগ ওঠে। সেই অভিযোগের সরেজমিনে খতিয়ে দেখতে মানবাধিকার কমিশনের প্রতিনিধিরা বীরভূমে ঘুড়ে গেছেন। তারপরও যে কেউ তাদের অভিযোগ সরাসরি জানাতে এই খোলা দরবারের আয়োজন বলে জানা গেছে।