|
---|
নতুন গতি: শিলিগুড়ির সব সাংবাদিক এবং এফ এম চ্যানেলের সাথে বৈঠক করলেন শিলিগুড়ির ডেপুটি মেয়র রঞ্জন সরকার এবং এম আই সি মানিক দে।আজ রঞ্জন সরকার জানান আমাদের জীবনে সংবাদ মাধ্যমের গুরুত্ব অপরিহার্য।ওদের আমাদের প্রয়োজন আমাদের ওদের।কারন ওরা না থাকলে আমাদের খবর সাধারন মানুষ জানতই না। আজকে আমাদের সাথে ওদের বৈঠকে ওদের সাথে আমাদের কিছু গুরুত্বপূর্ণ আলোচনা হল যেটাতে ভবিষ্যতে দুজনের সুবিধা হবে।এদিন রঞ্জন সরকার জানান কিছু মিডিয়া মিথ্যে খবর ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করছে,যার ফলে মানুষের সাথে আমাদের সম্পর্ক একটা ভুল জায়গাতে পৌছে যাচ্ছে।তাই আমাদের অনুরোধ মিথ্যা খবর ছাপাবেন না।সত্যি খবর ছাপুন কিন্তুু মিথ্যা খবর জনগনের সাথে আমাদের দুরত্য তৈরী করছে। শিলিগুড়ির সব সাংবাদিক প্রায়ই এদিন উপস্থিত ছিলেন এই গুরুত্বপূর্ণ আলোচনাতে।এদিন এম আই সি মানিক দে জানান আমাদের সাথে বন্ধুত্যপূর্ন সম্পর্ক সাংবাদিকদের।ফেক খবরে প্ররোচিত হয়ে অনেকেই বিভ্রান্ত হচ্ছেন,তাই আমাদের অনুরোধ খবর বের করবার আগে যাচাই করুন সত্য মিথ্যা।সত্যি হলে বের করে দিন কিন্তুু মিথ্যা খবর বের করবেন না।এটাই আমাদের অনুরোধ।