তৃণমূলের হয়ে কাজ করলে চাকরির ব্যবস্থা করে দেব’, একি ঘোষণা মমতার?

    নতুন গতি নিউজ ডেস্ক : চাকরি নেই, দিনে দিনে বাড়ছে বেকারত্ব। সম্প্রতি চাকরির দাবিতে রাজপথে এসএসসি পরিক্ষার্থীদের অনশন নাড়িয়ে দিয়েছিল গোটা রাজ্যকে। তবে চাকরি নিয়ে ভীষণভাবেই উদার রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার তারই আভাষ দিলেন উত্তর ২৪ পরগণায় তৃণমূলের সভামঞ্চ থেকে। মমতার কথায়, দলের হয়ে ভাল কাজ করলে চাকরির ব্যবস্থা করে দেবেন তিনি।

    শুক্রবার কাঁচড়াপাড়ায় দলীয় কর্মিসভায় উপস্থিত হয়েছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে দলীয় নেতাদের উদ্দেশ্যে তিনি বলেন, আমি চাই সমস্ত বেকার যুবকদের বায়োডাটা সংগ্রহ করে যেন তাঁর কাছে দেওয়া হয়। আমার বখাটে ছেলে মেয়েরা চলে আসুক। যারা রাস্তায় আড্ডা মারে, তারা আসুক। পাশাপাশি, দলীয় নেতাদের উদ্দেশ্যে তিনি বলেন, এলাকার গরিব ছেলেমেয়েদের দিয়ে যেন দলের কাজ করানো হয়। এদের মধ্যে যাদের ভীষণ প্রয়োজন তাদের আমি চাকরির ব্যবস্থা করে দেব। এই গরিব ছেলে মেয়েদের ব্যাখ্যা দিয়ে তিনি আরও বলেন, অনেক ছেলে মেয়ে আছে যাদের পয়সা নেই। চাকরি পায় না। সেই সব মেয়েদেরই কাজের ব্যবস্থা করে দেবেন তিনি।

    একইসঙ্গে আরও বলেন, বিজেপি ঠেকাতে বাঙালিদের এক হতে হবে৷ এদিন মুখ্যমন্ত্রী আক্রমণাত্বক সুরে বলেন, বাংলায় থাকতে হলে বাংলা ভাষায় কথা বলতে হবে৷ বিজেপিকে মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি, বাংলাকে গুজরাট বানাতে দেব না৷ বাংলার খাব আর বাংলায় গুণ্ডামি করে বাংলার মানুষকে ভয় দেখিয়ে চলে যাব এ হতে দেব না।