|
---|
আসিফ আলম, বহরমপুর : গতকাল সুতি বিধানসভার কর্মী কনভেনশন অনুষ্ঠিত হলো ঔরঙ্গবাদের লুতফল হক কমিউনিটি হলে । কনভেনশনে উপস্থিত শত শত কর্মীবৃন্দ র্যলিতেও অংশ গ্রহণ করেন ।সভায় উপস্থিত ছিলেন জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের SDPI প্রার্থী তায়েদুল ইসলাম। তিনি বলেন মুর্শিদাবাদের যত দল ক্ষমতায় এসেছে কেউ মুর্শিদাবাদের প্রকৃতি উন্নয়ন করেনি। তাই মুর্শিদাবাদের প্রকৃতি উন্নয়নের জন্য এবং মুর্শিদাবাদের শিক্ষাকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য SDPI কে শক্তিশালি করার আহ্বান জানান।
এছাড়া উপস্থিত ছিলেন জেলা নেতৃত্ব মোঃ রাকিম, সুতি বিধানসভা নেতৃবিন্দ ও পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার পশ্চিমবঙ্গ রাজ্য সাধারণ সম্পাদক ড: মিনারুল সেখ, প্রাক্তন রাজ্য সভাপতি মোঃ সাহাবুদ্দিন প্রমুখ নেতৃবৃন্দ ।