দেবজিৎ মুখার্জি, কলকাতা: ফ্ল্যাট দুর্নীতি মামলায় ৬ ঘণ্টারও বেশি সময় ধরে চলল জিজ্ঞাসাবাদ। বিকেল পাঁচটা বেজে ১৫ মিনিট নাগাদ ইডি দপ্তর থেকে বেরলেন তৃণমূলের তারকা সাংসদ নুসরত জাহান। বেরিয়ে তিনি জানালেন, আধিকারিকদের সমস্ত প্রশ্নের জবাব দিয়েছেন তিনি। তাঁর বয়ান রেকর্ড করা হয়েছে বলেই খবর।