রাজনগরে সিপিআইএমের তরফে ‘রেড বুক ডে’ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

 

    খান আরশাদ, বীরভূম:

    রাজনগরে সিপিআইএমের তরফে সিপিআইএম দলীয় কার্যালয়ে ‘রেড বুক ডে’ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হল।
    ১৯৪৮ সালে একুশে ফেব্রুয়ারি প্রকাশিত হয়েছিল শ্রমিক শ্রেণীর ইস্তাহার ‘কমিউনিস্ট ম্যানিফেস্টো’। এরপরই সারা বিশ্বে প্রায় প্রতিটি ভাষায় এই বইটির অনুবাদ করা হয়। সারা বিশ্বে বাইবেলের পরেই সবচেয়ে বেশি ভাষায় অনূদিত এবং পঠিত এই কমিউনিস্ট ইশতেহার। এই বইটির ১৭৬ বছর পূর্তি উপলক্ষে রাজনগরে ‘রেড বুক ডে’ পালন করা হলো।
    ‘মাতৃভাষায় মার্কসবাদ চর্চা’ এই বিষয়ের উপরে একটি আলোচনা সভা করা হলো। বর্তমান সময়ে এই কমিউনিস্ট ইসতাহারের প্রাসঙ্গিকতা বিষয়ে আলোচনা করা হয়।
    পাশাপাশি এদিন আন্তর্জাতিক মাতৃভাষাদিবসও পালন করা হয় সিপিআইএমের পক্ষ থেকে। শহীদ বেদীতে পুষ্পার্ঘ নিবেদন করে শহীদদের প্রতি সম্মান জানানো হয়।
    উপস্থিত ছিলেন সিপিআইএম জেলা সম্পাদক মন্ডলীর সদস্য শীতল বাউরি, সিপিআইএম রাজনগর এরিয়া কমিটির সম্পাদক উত্তম মিস্ত্রি, জেলা সদস্য শুকদেব বাগদী, প্রবীণ সিপিআইএম নেতা কালো কোড়া সহ অন্যান্যরা।