|
---|
রহমতুল্লাহ, মুর্শিদাবাদ : বুধবার জঙ্গীপুর আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কমিটির উদ্যোগে ২১ শে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন হলো রঘুনাথগঞ্জ ওয়েজ ফ্যামিলি স্কুলে। এদিন বিকেল ৪ টে নাগাদ উদ্বোধনী সংগীতের মধ্যদিয়ে অনুষ্ঠান আরম্ভ হয়।অনুষ্ঠানে ভাষাদিবস কে সামনে রেখে বক্তব্য,কবিতা পাঠ, সংগীত পরিবেশন হয়।এদিনের অনুষ্ঠানে সভাপতির আসন অলংকৃত করেন রাণীনগর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজুল ইসলাম, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিরাট বন্দ্যোপাধ্যায়। বিশেষ অতিথি উপস্থিত ছিলেন শ্রী উৎপল কুমার মন্ডল, সহ মিলন মোহন মন্ডল, মানস কুমার বৈদ্য, মনোজ সরকার, দেবদুলাল ভট্টাচার্য , এদিনের অনুষ্ঠানে ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করেন এবং সকলকে সংবর্ধিত করা হয়, পাশাপাশি প্রতিবন্ধী সংগঠনের পক্ষ থেকে সুমন পালকে সংবর্ধিত করা হয় এবং জঙ্গিপুর সদর হাসপাতালের নার্সিং স্টাফ নীতা দাস কেউ সংবর্ধিত করা হয়। অনুষ্ঠানটিতে বিশেষভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন ওয়েজ ফ্যামিলি স্কুলের কর্ণধর মইদুল হাসান ও জিয়াউল আলম। সমগ্র অনুষ্ঠানটি সুচারুরূপে সঞ্চালনা করেন আহ্বায়ক সোমনাথ কর।