বাঁকুড়াতে মহিলাদের স্বনির্ভর করে তোলার উদ্দেশ্যে খাদি ও গ্রামোন্নয়ন দপ্তরের এর বিশেষ কর্মশালা

বিধান ধুয়া, নতুন গতি, বাঁকুড়া : স্বনির্ভর কে স্বনির্ভর করার লক্ষে ৩৮ টি গোষ্ঠীকে থালাপাতা সেলাই মেশিন ও সেলাই মেশিন পশ্চিম বঙ্গ খাদি ও গ্রামোন্নয়ন দপ্তর থেকে দেওয়া হয়েছে এবং আগামী কাল থেকে ১৯ টি স্বনির্ভর গোষ্ঠীর Group কে নিয়ে প্রশিক্ষণ দেওয়া হবে প্রথম ৫ দিনে ১৯ টি Group কে নিয়ে। এরা banglanatak.com থেকে প্রশিক্ষণ নেবে।
প্রশিক্ষণ নেওয়ার পর সেলাই পাতা তেরি করার পর বিক্রয় করার দায়িত্ব banglanatak.com নিজের ঔ NGO ঐই পুরো পাতা তুলে নিয়ে যাবে সংগ্রেহের মাধ্যমে। এর ফলে ৩৮০ টি পরিবার প্রত্যক্ষ ভাবে উপকৃত হবে। ঐ অনুঠানে উপস্থিত ছিলেন পশ্চিম বঙ্গ খাদি ও গ্রামোন্নয়ন দপ্তর আধিকারিক, বড়জোড়া ব্লক তৃনমূল কংগ্রেসের কার্যকরী সভাপতি ও পঞ্চায়েত সমিতির সদস্য মাননীয় কালিদাস মুখোপাধ্যায় মহাশয়, সহ বড়জোড়া ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক মাননীয় ভাস্কর রায়, মাননীয়া অর্চিতা বিদ্ মহাশয়া নারী ও শিশু কল‍্যাণ কর্মাধ‍্যক্ষ ,বড়জোড়া পঞ্চায়েত সমিতি সদস্য,বড়জোড়া পঞ্চায়েত সমিতির সভাপতি মাননীয়া কাজল পোড়েল মহাশয়া এছাড়াও উপস্থিত ছিলেন অনান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।