|
---|
সৌমেন ন্যায়বান, নতুন গতি, রায়দিঘী: ছেলেধরা সন্দেহে ডাকাতদলের গণপ্রহার করল জনগণ। সূত্র মারফৎ জানা যাচ্ছে যে ,ঢোলাহাট থানার মিলনমোড় এলাকার কয়জন বেসরকারি সংস্থার গ্রুপের মেয়েদের টাকা নিয়ে অফিসাররা আসছিল ঠিক বেলা বারোটার সময় পিস্তল হাতে নিয়ে মোটরসাইকেল আটকে দাঁড়ায় ৩ জন যুবক। ঘটনাটি ঘটে রায়দিঘি চাঁদপাশা এলাকায়।
টাকার ব্যাগ ছিনতাই করে নিয়ে পালিয়ে যাবার চেষ্টা করলে স্থানীয় একটি যুবক বাড়িতে কাজ করার সবার সামনে দৌড়ে আসায় দুস্কৃতিকারীরা তারও মাথায় পিস্তল ঠেকিয়ে ধরে কিন্তু ছেলেটি সাহস করে পিস্তলের মুখটি আচমকা ধরে ছাড়িয়ে নেয় , তখনই দুষ্কৃতী তিনজন পালাবার চেষ্টা করে, যুবকটি ছেলে ধরা ছেলে ধরা করে চিৎকার করলে আশেপাশের লোকজন দৌড়ে আসে।
খবর যায় রায়দিঘি থানায়।প্রচুর পরিমাণে লোক বেরিয়ে যায় ধরা পড়ে যায় তিন জন দুষ্কৃতী শুরু হয় গণধোলাই পুলিশ গিয়ে উদ্ধার করে তাদের নিয়ে আসে রায়দিঘি থানায়, তাদের পরিচয় জানা যায় লক্ষীকান্তপুর এলাকায় বাড়ি তিন জন যুবকের একজনের নাম গিয়াস মীর অপর জনের নাম মীর কাসিম হালদার ও আনন্দ গায়েন, তাদের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। তবে অত্যন্ত দ্রুততার সঙ্গে রায়দিঘী থানার পুলিশ ব্যবস্থা গ্রহণ করায় জনগণ খুবই খুশি।