|
---|
নূর আহমেদ,মেমারি : ২৭ সেপ্টেম্বর বুধবার সিপিআইএম মেমারি ১ পশ্চিম এরিয়া কমিটির উদ্যোগে ভয়ংকর দ্রব্যমূল্য বৃদ্ধি, বিদ্যুৎ, রেল সহ রাষ্টায়ত্ব ক্ষেত্রকে বেসরকারী করনের প্রতিবাদে কনভেনশন হয় মেমারি বামুনপাড়া মোড়ে। সভায় সভাপতিত্ব করেন প্রশান্ত কুমার। বক্তব্য রাখেন রাজ্য বিদ্যুৎ ওকার্সমেন ইউনিয়ন সিআইটিইউ কর্মচারী রাজ্যসভাপতি জিতেন নন্দী। তিনি বলেন, প্রিপেড স্মার্ট মিটারের ফলে সাধারণ মানুষ নানাবিধ সমস্যায় পড়বেন। এতে বিদ্যুৎ বিল বেশি দিতে্ হবে। এটা কোনমতেই লাগাবেন না। যে তৃণমূল সরকার এই বিদ্যুৎবিলের বিরোধিতা করেছিল এখন তারা আবার তা মেনে নিয়েছে। বেসরকারী করনের ফলে সমস্যায় পড়বে সাধারণ গ্রাহক। এছাড়াও বক্তব্য রাখেন সনৎ ব্যানার্জী, তিনি বলেন যে ভাবে গ্যাস ও নিত্যপ্রয়োজনী দ্রব্যের দাম বাড়ছে তার ফলে সাধারণ মানুষের জীবন নির্বাহ দুষ্কর হয়ে উঠেছে। কেন্দ্রের বিজেপি ও রাজ্যের তৃণমূল সরকার সম্পূর্ণ ব্যর্থ বাজারে দাম নিয়ন্ত্রণের জন্য। মানুষ এর জবাব দেবে।