রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটককে তলব বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

দেবজিৎ মুখার্জি, কলকাতা: ফাইল রাজ্যের আইনমন্ত্রীর কাছে আটকে থাকায় আলিপুর আদালতের বিচারকের বদলি আটকে রয়েছে, এজলাসেই বিচারবিভাগের সচিবের কাছে এই কথা জানতে পারেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। তার পরই রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটককে ডেকে পাঠান তিনি। আধঘণ্টার মধ্যে তাঁকে হাজির হতে নির্দেশ দেন। নির্দেশ মেনে সময়ের আগেই আদালতে পৌঁছে যান মন্ত্রী।

     

    বিচারপতি গঙ্গোপাধ্যায় মন্ত্রীকে বলেন, “আপনারা কাছে ফাইল পড়ে রয়েছে।” জবাবে আইনমন্ত্রী বিচারপতিকে বলেন, “অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি ছিলাম। ৪ দিন আগেই ছাড়া পেয়েছি। ১৫ দিন বিশ্রাম নিতে বলেছেন চিকিৎসকরা। দুদিন সময় বাড়ান। দ্রুত পদক্ষেপ নেব।” এরপরই বিচারপতি দুদিন বাড়িয়ে ৬ অক্টোবরের মধ্যে বিচারক অর্পণ চট্টোপাধ্যায়ের বদলি কার্যকর করতে বলেন। বিচরপতির সমস্ত প্রশ্নের জবাব দিয়ে ১০ মিনিটের মধ্যে বেরিয়েও যান তিনি। সেই সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, “যা বলার আদালতকে বলেছি।”