|
---|
নিজস্ব সংবাদদাতা :-শিক্ষক নিয়োগ দুর্নীতি ভিজিট ইডির , গতকাল বিকেলে আচমকা সুজয়কৃষ্ণকে দেখতে হাসপাতালে পৌঁছে যান ৩ ইডি আধিকারিক , কেবিনে গিয়ে দেখা করেন সুজয়কৃষ্ণের সঙ্গে , সুজয়কৃষ্ণের চিকিৎসা সংক্রান্ত যাবতীয় নথি হাসপাতাল কর্তপক্ষর থেকে চাইল ইডি , আগস্ট মাসে বাইপাস সার্জারির পর জেলে ফেরার সঙ্গে সঙ্গে বুকে ব্যাথা শুরু হয়েছিল তার সেই দিনই তাকে ভর্তি করা হয় SSKM এ , তার পর থেকে টানা ভর্তি রয়েছেন তিনি । যার ফলে সুজয়কৃষ্ণর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে পারছে না ed । ইডি সূত্রে খবর সেই সব নথি নিয়ে আলাদাভাবে চিকিৎসকের পরামর্শ নেবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ।