রক্তের অভাব দুর করতে কিবরিয়া নাজিরা ফাউন্ডেশনের উদ্যোগে মনতাজুল মিদ্দের জন্মদিন উপলক্ষে লাল্টু মিদ্দের বাড়িতে রক্তদান শিবিরে উপস্থিত এস,ডি,ও,অঞ্জন ঘোষ

বাইজিদ মণ্ডল ডায়মন্ড হারবার: রক্তদান জীবনদান,রক্তদান দান মহৎ দান,আর এই গরমে রক্তের অভাব দুর করতে প্রতি বছরের মতো এবারও কিবরিয়া নাজিরা ফাউন্ডেশনের উদ্যোগে, মনতাজুর মিদ্দের জন্মদিন পালন ও ইসরাত জাহান লাইসার স্মৃতির উদ্দেশ্যে রক্তদান কর্মসূচী,চক্ষু পরীক্ষা শিবির,সুগার টেস্ট,প্রেসার টেস্ট ও এলাকার দুঃস্থ মানুষদের জন্য ফ্রি চশমার ব্যাবস্থা করা হয় দেউলা স্টেশন সংলগ্ন এলাকায় লাল্টু মিদ্দের বাড়িতে।এদিন রক্ত সংগ্রহ করেন ডায়মন্ড হারবার জেলা হাসপাতাল ও চক্ষু পরীক্ষা করেন ডাক্তার মেজবাউদ্দিন,সুগার টেস্ট করেন বিশিষ্ঠ সমাজ সেবী ওয়াসিম,প্রেসার টেস্ট করেন বিশিষ্ঠ সমাজ সেবী দেবাশিস রায়, এবং কিবরিয়া নাজিরা ফাউন্ডেশনের শুভ সূচনা উপলক্ষে বিশেষ কিছু সমাজ সেবীদের কে সম্মানে সম্মানিত করা হয়। এদিন কেক কেটে মনতাজুল মিদ্দের জন্ম পালন করা হয়। এই শিবিরে প্রায় পঞ্চাশ জন পুরুষ ও মহিলা রক্তদান করেন।উপস্থিত ছিলেন এস,ডি,ও অঞ্জন ঘোষ, ডায়মন্ড হারবার জি,আর,পি বড়বাবু রুদ্র প্রসাদ হালদার,কিবরিয়া নাজিরা ফাউন্ডেশনের সেক্রেটারি তথা বিশিষ্ঠ সমাজ সেবী রক্ত যোদ্ধা সফিউদ্দীন মিদ্দে,বিশিষ্ঠ প্রবীণ সাংবাদিক কিংশুক ভট্টাচার্য,কিবরিয়া নাজিরা ফাউন্ডেশনের প্রেসিডেন্ট রিবিকা খাতুন,কবি গৌতম মণ্ডল,তাপস চৌধুরী সহ আরো অন্যান্য জেলা থেকে আসা বিশিষ্ঠ ব্যাক্তিবর্গ।