দুর্ঘটনার কবলে শান্তনু ঠাকুরের কনভয়

দেবজিৎ মুখার্জি, কলকাতা: দুর্ঘটনার কবলে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বনগাঁর বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরের কনভয়। শনিবার বিকেলের পর দুর্ঘটনাটি ঘটে অশোকনগর থানার মানিকতলা সংলগ্ন যশোর রোডে। কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর কনভয়ের পিছনের একটি গাড়িতে ধাক্কা মারে একটি ট্রাক। দুর্ঘটনায় কোনো হতাহতের খবর  নেই। তবে ট্রাকটি তাঁর কনভয়ের পিছনে ধাওয়া করছিল বলে অভিযোগ তুলেছেন শান্তনু ঠাকুর। যদিও এদিন সন্ধে পর্যন্ত কোনও অভিযোগ দায়ের হয়নি বলে জানিয়েছে পুলিশ।

     

    এই প্রসঙ্গে তিনি অভিযোগ করে বলেন, ”গুমা থেকে ট্রাকটি আমার কনভয়কে ধাওয়া করছিল। শেষে অশোকনগরের মানিকতলা এলাকায় এসে কনভয়ের পিছনের গাড়িকে ধাক্কা মারে। কেন ট্রাকটি ধাওয়া করছিল, চালকের কী উদ্দেশ্য ছিল, সেসব পুলিশকে খতিয়ে দেখতে বলেছি।” অর্থাৎ ষড়যন্ত্রের অভিযোগ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী। পরে অবশ্য নিরাপদে তিনি পৌঁছে যান বনগাঁয়।