দ্য স্ট্রীটলাইটস পত্রিকার উদ্বোধন

রোদ্দুর ইসলাম : মেমারি : ২৬ আগষ্ট, পূর্ব বর্ধমান জেলার মেমারিতে আরো একটি পত্রিকার প্রকাশ ঘটলো আজ শনিবার ২৬ আগষ্ট। মেমারির সুলতানপুরের কমিউনিটি হলে দ্য স্ট্রীটলাইটস পত্রিকার উদ্বোধন হলো মেমারির সুলতানপুরের ক্রীড়া ও সংস্কৃতি সাংবাদিক, কবি ও ক্রীড়াবিদ এবং কলমের মুখ পত্রিকার সহ-সম্পাদক সুফি রফিক উল ইসলাম এর হাতে।দ্য স্ট্রীটলাইটস এর তারুণ্যে ভরপুর অফুরন্ত প্রাণশক্তির অধিকারী দ্য স্ট্রীটলাইটস এর সম্পাদক অর্ঘ্য বসু , স্বেচ্ছাসেবী সংস্থা দীপান্বিতার সভানেত্রী তন্দ্রা বসু, সম্পাদিকা অনিকা ঘোষ সহ শুভ্রা ঘোষ, নিরুপমা মন্ডল, ব্রততী ঘোষ আলি, মৌসুমী চ্যাটার্জী, বীথিকা দত্ত,অনুভা দত্ত, অনিমেষ ঘোষ, সায়ক মজুমদার,সেখ মিলন,সেখ সাহেব, কলমের মুখ পত্রিকার সম্পাদক পার্থসখা অধিকারী, জিরোপয়েন্ট পত্রিকার সম্পাদক সেখ আনোয়ার আলি প্রমুখ আরো অনেকে উপস্থিত ছিলেন এই স্মরণীয় মুহূর্তে। সম্পাদক অর্ঘ্য বসু সূচনা পর্বে পত্রিকা প্রকাশে তাঁর ইচ্ছা আকাঙ্খা আবেগের সঙ্গে চাহিদা ভালোবাসা কে জড়িয়ে সুন্দর সাবলীল সময়োপযোগী বক্তব্য পেশ করে আলোচনার জায়গা প্রসারিত করে দেন।২৬ আগষ্ট লিঙ্গ সমানাধিকার দিবস, তাকে উপলক্ষ্য করে সম্পাদক স্বয়ং সাবলীল বক্তব্য রাখেন।এক‌ইসঙ্গে বাচিক শিল্পী ব্রততী ঘোষ আলি,তন্দ্রা বসু,অনীকা ঘোষ, নিরুপমা মন্ডল এবং অবশ্যই পত্রিকার উদ্বোধক সুফি রফিক উল ইসলাম এই বিষয়গুলির উপর মনোজ্ঞ আলোকপাত করেন। সম্পাদকের বক্তব্যে জানা যায় আগামী সংখ্যায় দ্য স্ট্রীটলাইটস আরো উন্নতির দিকে এগিয়ে যাবে।বিগত দিনের আষাঢ়ে আড্ডা এবং ফ্লিম ফেস্টিভ্যাল আরো আকর্ষণীয়ভাবে উপস্থাপনের ইচ্ছার কথা। তবে সবেতেই তাঁর একার প্রয়াসে নয় সকলের মিলিত ঐকান্তিক প্রয়াসে ও সহযোগিতায় তিনি আরো এগিয়ে যেতে চান। সংস্কৃতি শীল মেমারি বুকে আরো একটি পত্রিকা দ্য স্ট্রীটলাইটস এর শৈশব কে কৈশোরের দিকে এগিয়ে নিয়ে যেতে উপস্থিত সকলে সহযোগিতার মনোভাব পোষণ করেন।