হাতিয়াড়া হাই মাদ্রাসায় বিশ্ব নবী দিবস উদযাপন,

নিজস্ব প্রতিনিধি, নিউটাউন : পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদ পরি চালিত মডেল মাদ্রাসা উত্তর ২৪ পরগনা জেলার নিউটাউনের হাতিয়াড়া হাই মাদ্রাসা (উঃ মাঃ)-র প্রাক্তন ছাত্র-ছাত্রীদের উদ্যোগে এবং হাতিয়াড়া হাই মাদ্রাসার শিক্ষক শিক্ষিকাদের ব্যবস্থাপনায় বিশ্ব নবী দিবস উৎযাপিত হলো।ইসলামিক সাংস্কৃতিক কেরাত গজল কুইজ ও কথোপকথন সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের মধ্য দিয়ে বিশ্ব নবী দিবস উদযাপিত হয়। উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন বারাসাত লোকসভা কেন্দ্রের সাংসদ ডাঃ কাকলি ঘোষ দস্তিদার। তিনি বলেন হযরত মুহাম্মদ বিখ্যাত মহামানব। তাঁর মানবপ্রেমী ভাবধারা অত্যন্ত প্রাসঙ্গিক এবং যুক্তিযুক্ত,সকল সম্প্রদায়ের মধ্যে ভেদাভেদ সৃষ্টি না করে ঐক্যবদ্ধভাবে বেঁচে থাকার আহ্বান তিনি রাখেন। সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা উন্নয়ন দপ্তরের বিশেষ সচিব শাকিল আহমেদ তার মূল্যবান মতামত পেশ করেন। তিনি বলেন সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু এর বাণী এবং তাঁর আদর্শকে পাথর করে মানবসমাজ এগিয়ে চললে কোন রকমের ভ্রান্ত সমস্যার সম্মুখীন হবে না। তাই নবপ্রজন্মের শিক্ষার্থীরা বেশি বেশি করে ধর্মীয় শিক্ষার পাশাপাশি সাধারণ শিক্ষায় আলোকিত হওয়া আহবান তিনি জানান।পঃবঃ তৃণমূল মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি একেএম ফরহাদ বলেন -‘ বর্তমান সরকারের আমলে মাদ্রাসা শিক্ষা সম্প্রীতির মিলবন্ধন নিয়ে এগিয়ে চলেছে। বৈচিত্রের মধ্যে ঐক্য এই লক্ষ্যমাত্রা নিয়েই আজ এ রাজ্যের মাদ্রাসা শিক্ষা সারা ভারতবর্ষের কাছে দৃষ্টান্ত রেখেছে’। মাদ্রাসা শিক্ষায় বিশ্ব নবীর আদর্শ মানুষের জীবনে বাস্তবায়িত করার বিভিন্ন দিকনির্দেশনা গুলি উল্লেখ করেন। মাদ্রাসার প্রধান শিক্ষক এসকার আলি। তিনি বলেন -‘মাদ্রাসা শিক্ষা প্রতি মানুষের যে ভ্রান্ত ধারণা তা আমাদের মাদ্রাসার দিকে লক্ষ্য করলেই বোঝা যায়’। শ্রদ্ধার সঙ্গে বিশ্বনবীর জীবনাদর্শের কিছু কথা তিনি উল্লেখ করেন।

    উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদের সভাপতি ডঃ আবু তাহের কামরুদ্দিন, উপসচিব ডঃ আজিজার রহমান, পরিচালন সমিতির সম্পাদক আফতাব উদ্দিন, সিরাজুল হক,প্রধান শিক্ষক জার্জিস হোসেন সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ মাদ্রাসার প্রাক্তন ও বর্তমান ছাত্র-ছাত্রী সহ এলাকার সুধী নাগরিকবৃন্দ।