|
---|
বিশেষ প্রতিবেদন,হাড়োয়া : কেন্দ্রের থেকে বকেয়া পাওনা আদায়ে দিল্লিতে ধরনা কর্মসূচি করবে তৃণমূল কংগ্রেস ৷ গান্ধি জয়ন্তীর ওই কর্মসূচি নিয়ে সোমবার থেকে প্রচার শুরু করল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস ৷ চলতি সপ্তাহে এই নিয়ে ভার্চুয়াল কনফারেন্সও করবেন সর্ব ভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। দিল্লির ধরনা নিয়ে প্রচার শুরু তৃণমূলের, চলতি সপ্তাহেই অভিষেকের ভার্চুয়াল কনফারেন্স ও ধর্না সরাসরি কর্মীদের সামনে তুলে ধরতে বিভিন্ন স্তরে সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। বুধবার উত্তর চব্বিশ পরগণা জেলার বসিরহাট সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের ডাকে হাড়োয়া বিধানসভার স্বস্তি ভিলেজে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়। উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন সাংগঠনিক জেলার চেয়ারম্যান হাজী নুরুল ইসলাম,সভাপতি সরোজ ব্যানার্জি, স্থানীয় ব্লকের সভাপতি শম্ভুনাথ ঘোষ, জেলা তৃণমূল কংগ্রেসের লড়াকু মুখ, জেলা পরিষদের সদস্য একেএম ফারহাদ,বুরহানুল মুকাদ্দিম, সাহানুর ইসলাম,বাদল মিত্র যুব সভাপতি সমীক রায় , মনোয়ারা বিবি,কৌশিক, আব্দুল খালেক,নজিবুর রহমান, মেহেদী হাসান সহ সাংগঠনিক জেলার প্রতিটি স্তরের নেতৃবৃন্দ।
উপস্থিত বক্তারা এক বাক্যে স্বীকার করে দেশের শান্তি-শৃঙ্খলা সৌভ্রাতৃত্ব রক্ষায় বাংলার জনদরদী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মত ব্যক্তিত্বকে আশু প্রয়োজন তাই আগামী লোকসভা নির্বাচনে বাংলা থেকে প্রত্যেকটি আসনে তৃণমূল কংগ্রেস প্রার্থীদের জয়লাভ করে ইন্ডিয়া জোটকে আরো শক্তিশালী করা এবং যুব সমাজের আইকন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দিল্লিতে যে কর্মসূচি চলবে তা সফলভাবে রূপায়ণ করাই মূল লক্ষ্য।