|
---|
লুতুব আলি, বর্ধমান, ২২ জুলাই : নবম শ্রেনির ছাত্রী রায়সী চক্রবর্তী র গাছ লাগানোর নাটক সাড়া ফেলেছে। পূর্ব বর্ধমানের পাল্লা রোড গার্লস হাই স্কুলের নবম শ্রেণীর ছাত্রী রায়সী চক্রবর্তী বৃক্ষরোপণের বার্তা দিতে একাঙ্ক নাটক লিখেছে। ২২ জুলাই পার্লারোড গার্লস হাই স্কুলের বৃক্ষরোপণ অনুষ্ঠানে রায়সী চক্রবর্তী নাটক মঞ্চস্থ হতেই সকলের নজর কাড়ে। নাটকটি দেখলে স্বাভাবিকভাবে বোঝাই যাবে না যে কাঁচা হাতের লেখা। বৃক্ষ ছেদন রায়সী কে শৈশব অবস্থা থেকেই ভাবিয়ে তুলেছে। প্রকৃতির সঙ্গে সহাবস্থান করতে করতেই রায়সী এ ব্যাপারে সজাগ হয়েছে। সমসাময়িক প্রাসঙ্গিক বিষয়ের উপর রায়সী এক লহমায় পদ্য বা গদ্যের আকারে লিখে ফেলতে পারে। ইতিমধ্যেই তার বই কলকাতা আন্তর্জাতিক পুস্তক মেলায় প্রকাশিত হয়েছে। এ দিনের অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মৌসুমী দাস সকলকে আন্তরিকভাবে অভিবাদন করেন ও স্বাগত ভাষণ দেন। মৌসুমী দাস জানান রায়সী এই বয়সেই এককভাবে যে কাজ করছে তা সমষ্টিকে ছাড়িয়ে যাবে। তার উত্তরোত্তর ব্যাপ্তি ঘটানোর কাজে বিদ্যালয়ের থেকে যতটুকু সহযোগিতা করা দরকার তার থেকেও এ বিদ্যালয় বেশি করে সহযোগিতা করে চলেছে। বিদ্যালয়ে এদিন প্রারম্ভিক অনুষ্ঠানের পর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তিতে মাল্যদান ও সমবেতভাবে বৃক্ষরোপণ করা হয়। উল্লেখ্য, রায়সির এ দিনের একাঙ্ক নাটকের ছাত্রীরা আম গাছ, জাম গাছ, বট ইত্যাদি সেজে তাদের নির্বিচারে নিধন করা হচ্ছে বলে উদ্বেগের কথা শোনায়। নির্বিচারে গাছ কাটার বিরোধিতা করে ছাত্রীদের একদল আন্দোলনকারী হিসাবে মঞ্চে স্লোগান দিতে দিতে যবনিকার দিকে এগিয়ে যায়…. এদিনের অনুষ্ঠানে বর্ধমানের গাছ গ্রুপ যোগদান করে। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলার সহকারী বিদ্যালয় পরিদর্শক মাধ্যমিক অরুণ কুমার মন্ডল। ড: সুব্রত পাঁজা, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মৃণাল কান্তি ঘোষ, গাছ গ্রুপের সদস্য শেখ মিসকিন আলী, প্রিয়ব্রত পাঁজা, ডালিয়া বেগম, টুম্পা হালদার, সৌগত রায়, মিন্নাততারা খাতুন, বিদ্যালয়ের শিক্ষিকা অমৃতা দাঁ, সুশীলা মুর্মু, সুদীপ্তা মন্ডল সাঁই, অর্পিতা ব্যানার্জি, রামকৃষ্ণ ঘোষ প্রমুখ। একাঙ্ক নাটক নাটকে অংশগ্রহণ করে সুইটি হাজরা, সঙ্গীতা সরেন, হাসনাহারা খাতুন, স্বাতী, অর্পিতা, মনিকা, ঋত্বিকা, অঙ্কিতা, তিথি, প্রেরণা, মুমতাহিনা, সায়ন্তিকা, রাশি, প্রাপ্তি পাল, তোর্সা ঘোষ প্রমুখ।