ত্রাণে তহবিলে ৮৭০০০ টাকা দিল শ্যামসুন্দর পাটনা স্কুল

শেখ মোহাম্মদ ইমরান,নতুন গতি:- করোনা পরিস্থিতিতে লকডাউনের সময় অসহায় মানুষের পাশে দাঁড়াতে এগিয়ে এলো পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া-১ নং ব্লকের শ্যামসুন্দরপুর পাটনা উচ্চ বিদ্যালয়। বৃহস্পতিবার সকালে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ সমস্ত শিক্ষক-শিক্ষিকা-শিক্ষাকর্মীদের অনুদানে সংগৃহীত ৮৭০০০ টাকা বিদ্যালয়ের স্টাফের পক্ষ থেকে প্রধান শিক্ষক গোলাম মোস্তফা, সহকারী প্রধান শিক্ষক শুভঙ্কর দত্ত,স্টাফ কাউন্সিল সম্পাদক সুব্রত চক্রবর্তী, শিক্ষক তুহিন মহাপাত্র ও শিক্ষিকা পূজা দাস প্রতিনিধিত্ব মূলক ভাবে পাঁশকুড়া -১ নং ব্লক

    অগিয়ে সমষ্টি উন্নয়ন আধিকারিক ধেনুদুপ ভুটিয়ার হাতে মুখ্যমন্ত্রীর করোনা ত্রান তহবিলে সবার একদিনের বেতন মোট ৮৭০০০ টাকার একটি ডিমান্ড ড্রাফট তুলে দেন। বিদ্যালয়ের পক্ষ থেকে এও জানানো হয় শিক্ষক-শিক্ষিকাদের পক্ষ থেকে বিদ্যালয় পাশ্ববর্তী এলাকায় সাধ্যমত ত্রান বিলি হয়েছে।বিদ্যালয় খুললে ছাত্র ছাত্রীদের হাতে আরো কিছু প্রয়োজনীয় সামগ্রী শিক্ষক-শিক্ষিকা-শিক্ষাকর্মীদের তরফে তুলে দেওয়ার চেষ্টা হবে জানন প্রধান শিক্ষক গোলাম মোস্তাফা এছাড়া শুভঙ্কর বাবু জানান, ইতিমধ্যেই গৃহবন্দী ছাত্র-ছাত্রীদের জন্য বিদ্যালয়ের উদ্যোগে ই-ক্লাস চালু হয়েছে। বিদ্যালয়ের বর্ষীয়ান শিক্ষক “শিক্ষারত্ন” গৌতম বোস এই ই-ক্লাস উদ্বোধন করেন।