|
---|
নতুন গতি, কলিয়াচক: কালিয়াচক কলেজের আরবি বিভাগের উদ্যোগে কলেজের কনফারেন্স হলে পালিত হলো বিশ্ব দিবস ভাষা দিবস। এই অনুষ্ঠানে প্রায় ৬০ জন ছাত্রছাত্রী কলেজের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষা কর্মী অংশগ্রহণ করেন এবং সভাপতির আসন অলংকৃত করেন কলেজের অধ্যক্ষ ড: নাজিবর রহমান। অনুষ্ঠানটি পরিচালনা করেন আরবি বিভাগের বিভাগীয় প্রধান ডঃ মুজতবা জামাল এবং ওই বিভাগের শিক্ষক মুন্সীফ আলী রিজভী। এই দিবস উপলক্ষে বক্তব্য রাখেন ডঃ রিতব্রত গোস্বামী, মিস্টার গজেন বাড়ুই এবং আনোয়ারুল ইসলাম। ছাত্র-ছাত্রীরা হামদ, নাত, আবৃত্তি, কুইজ এবং সংক্ষিপ্ত বক্তৃতায় অংশগ্রহণ করে। উদ্বোধনী ভাষণে কলেজের অধ্যক্ষ ডাক্তার নাজিবর রহমান বলেন ১৯৭৩ সালে আরবি ভাষা ইউনেস্কো দ্বারা জাতিসংঘের ষষ্ঠ ভাষা হিসেবে স্বীকৃতি লাভ করে এবং ২০১২ সালে ১৮ ডিসেম্বর কে ওয়ার্ল্ড এরাবিক ডে হিসেবে ঘোষণা করা হয়। পৃথিবীতে বিভিন্ন ভাষার মধ্যে এরাবিক ভাষার কবিতা বেশি সমৃদ্ধ । ইউরোপীয় দেশগুলোর উত্থানের আগে আরবি ভাষাভাষী মধ্য এশিয়ার দেশগুলো জ্ঞান-বিজ্ঞানে অগ্রগণ্য ভূমিকা পালন করেছিল যা বিশ্বকে নতুন দিশা দিয়েছিল। ভাষা কোন সম্প্রদায় বা ধর্মীয় গোষ্ঠীর নয়, যোগাযোগের মাধ্যম হিসেবে সকলের জন্য সকল ভাষা। আরবি ভাষা ভালো করে শিখতে বা রপ্ত করতে পারলে আরব জগতে বহু কর্মসংস্থান হতে পারে। আরবি শিখে দক্ষিণ ভারতের শিক্ষার্থীরা ব্যবসা এবং চাকরিতে আরব দুনিয়ায় বেশি করে জায়গা করে নিয়েছে। বিশেষ ভাবে কেরালা তামিল নাড়, ও কর্ণাটক এগিয়ে আছে। বাংলাভাষীরা কঠোর পরিশ্রম এবং অধ্যবসায় করলে তারাও এগিয়ে যেতে পারবে। শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে মদিনা বিশ্ববিদ্যালয় ছাত্র-ছাত্রীদের শিক্ষার কেন্দ্র হতে পারে।