|
---|
নিজস্ব প্রতিবেদক: করোনা আবহে ব্লাড ব্যাংক গুলিতে রক্তের গ্রীষ্মকালীন সংকট কিছুটা হলেও মেটাতে আবারও এগিয়ে এলো বামপন্থী ছাত্র যুব সংগঠন গুলি। বৃহস্পতিবার মহামতি লেনিনের জন্মদিন উপলক্ষ্যে এস এফ আই এবং ডিওয়াইএফআই এর নাড়াজোল আঞ্চলিক ইউনিট কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হলো রক্তদান শিবির।পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মহকুমার নাড়জোলে সুকুমার সেনগুপ্ত স্মৃতি ভবন প্রাঙ্গণে অনুষ্ঠিত এই রক্তদান শিবিরে উভয় সংগঠনের সদস্য-সদস্যারা এবং শুভানুধ্যায়ীরা রক্তদান করেন। উপস্থিত ছিলেন উপয় সংগঠনের নেতাকর্মীরা ও শুভানুধ্যায়ীরা। শিবির শুরুর আগে লেনিনের প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।