|
---|
মহঃ মফিজুর রহমান, উত্তর ২৪ পরগণা : কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ উঠলো উত্তর ২৪ পরগণার অন্তর্গত অশোকনগর বিধানসভা কেন্দ্রে।
অশোকনগরের তৃণমূল প্রার্থী নারায়ণ গোস্বামীর অভিযোগ, কেন্দ্রীয় বাহিনীর গুলিতে জখম হয়েছেন তাদের দলের দু’জন কর্মী। ওই দুই তৃণমূল কর্মীর পায় কেন্দ্র বাহিনী বাহিনী গুলি করেছে বলে স্থানীয় তৃণমূল প্রার্থীর দাবি। তারা বর্তমানে বারাসাতের একটি নার্সিংহোমে চিকিৎসাধীন।
আজ সকাল থেকেই কেন্দ্রীয় বাহিনী বিভিন্ন জায়গায় অত্যাচার চালাচ্ছে বলে অভিযোগ স্থানীয় তৃণমূল প্রার্থী নারায়ন গোস্বামীর। গুলি চালানোর ঘটনাকে কেন্দ্র করে স্বভাবতই যথেষ্ট আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়েছে অশোকনগর বিধানসভা এলাকায় ।