রাজ্যে বাড়ছে ডেঙ্গু-ম্যালেরিয়া, রাশ টানতে তৎপর স্বাস্থ্যদপ্তর

মহঃ মফিজুর রহমান, নতুন গতি : কোভিড পরবর্তী সময় রাজ্যে বাড়ছে ডেঙ্গু-ম্যালেরিয়া । কোন্ কোন্ জেলায় আবার এর সঙ্গে বাড়ছে কালাজ্বর । তবে গত বছরের মতো এবছরেও ডেঙ্গুর চেয়ে উৎপাত বেশি ম্যালেরিয়ার । খোদ কলকাতা পুর এলাকায় ম্যালেরিয়া ধরা পড়েছে ২২৮ জনের । ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ৫৭ জন।

    জানা গিয়েছে, কলকাতা লাগোয়া অন্যান্য জেলা ও শহরতলির চিত্রও প্রায় একই রকম । অন্যদিকে রাজ্যের বিভিন্ন জেলায় বাড়ছে কালাজ্বরের প্রকোপ । বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া ও দুই বর্ধমানে দেখা দিয়েছে কালাজ্বর। এই মশাবাহিত অসুখে রাশ টানতে এখন থেকেই তৎপর স্বাস্থ্যভবন ।

    সূত্রের খবর, এবিষয়ে ইতিমধ্যে জরুরী বৈঠক সেরে ফেলেছেন স্বাস্থ্যভবনের শীর্ষস্থানীয় কর্তারা । স্বাস্থ্যদপ্তরে বৈঠকের শেষে সব জেলার মুখ্যস্বাস্থ্য আধিকারিক ও পুরসভাগুলির স্বাস্থ্য আধিকারিকদের সঙ্গে ভিডিও বৈঠক করে তাদের এখন থেকেই তৎপর হওয়ার নির্দেশ দেন স্বাস্থ্যভবনের শীর্ষ কর্তারা। স্বাস্থ্যদপ্তর সূত্রে জানা গিয়েছে, মশাবাহিত অসুখে রাশ টানতে এখন থেকেই সব ক’টি মশাপ্রবণ এলাকায় বাড়ি বাড়ি ঘুরে স্বাস্থ্য পরীক্ষা করবেন স্বাস্থ্যকর্মীরা ।