|
---|
নতুন গতি ডিজিটাল ডেস্ক: স্বামী বিবেকানন্দ বলেছিলেন,জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর।তার এই বানী আজকের যুগে এসে এই কথাটি কতজন পালন করছেন। একাধিকবার উঠে এসেছে পশু হত্যা অভিযোগ। প্রায় সময়েই আমরা দেখেছি অকারণে পশুদের উপর পাশবিক অত্যাচার করা হচ্ছে।রাস্তার কুকুর হোক কিংবা অন্য প্রাণী, অনেক সময়ই বিনা কারণে তাঁদের হত্যা করা হয়েছে।কথায় আছে সবদিক থেকে মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ হলেও প্রাণ হারানো বা মৃত্যু যন্ত্রণার দিক থেকে পশু আর মানুষ একই। এমনি এক অমানবিক ঘটনা শ্যাক্ষি থাকলো হবিবপুর ব্লকের বুলবুলচন্ডী অঞ্চলের বাসিন্দারা দেখা শনিবার সকালে বুলবুলচন্ডী অঞ্চলের ডুবাপাড়া মাঠের পাশে শস্য খেতের পাশে এক কুকুর কে নৃশংসভাবে মাড়ায় সেই কুকুর টি পরে রয়েছে।
এই শীতের রাতে আজ সকালে প্রাতভ্রমনে বেরিয়ে কয়এজন ব্যাক্তি দেখতে পাই, তাদের অভিযোগ এই ভাবে শীতের রাতে কেউ কুকুর টিকে মেরে এই ফাঁকা মাঠের মধ্যে ফেলে গিয়েছে কুকুর টি চলাফেরা করতে পারছে না যে ভাবে মেরেছে সারা রাত শীতের মধ্যে এই ভাবে মেরে ফাঁকা মাঠে মধ্যে রেখে গিয়েছে। এই খবর পেয়ে ছুটে আসে নব প্রচেষ্টা নামে এক সেচ্ছাসেবী সংগঠনের সদস্য প্রতীক ঘোষ, কুকুর টিকে নিয়ে গিয়ে ডাক্তার ডেকে চিকিৎসা ও কুকুর টি থাকার জায়গায় ব্যবস্থা করেন এবং তিনি বলেন যে ভাবে কুকুর টি কে মারা হয়েছে সেটা খুব খারাপ এই ভাবে একটা কুকুর কে মারে। এটা একটা পশু তাই এভাবে ফেলে গিয়েছে।যে মেরেছে একটা মানুষকে মারলে যেমন ব্যথা পায়, তেমন পশুরাও কষ্ট পাই।এই ভাবে কুকুর টিকে মারা হয়েছে তা দেখে ক্ষোভ প্রকাশ করছে প্রতীক ঘোষ তার দাবি এই বিষয়ে প্রশাসনের পশু হত্যার করার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া আবেদন জানাবেন বলে যানান।