|
---|
সেখ সামসুদ্দিন, ৩১ আগস্টঃ মেমারি সানরাইজ ক্লাব -এর উদ্যোগে বিরসা মুন্ডা আরচারী একাডেমী নিয়মিত তীরন্দাজ শিক্ষা দিয়ে চলেছে। জেলার বিভিন্ন প্রান্তের ছেলেমেয়েদের নিয়ে পূর্ব বর্ধমান জেলায় অগ্রণী ভূমিকা নিয়েছে এই আরচারী ক্লাব। বিগত দিনে স্টেট লেভেলের প্রতিযোগিতায় পূর্ব বর্ধমান জেলার ১৫ জন প্রতিযোগীর মধ্যে এই একাডেমীর ১২ জন প্রতিনিধি ছিল। আজ পূর্ব বর্ধমান জেলা যুব কল্যাণ আধিকারিক লোকনাথ সরকার, বর্ধমান সদর দক্ষিণ মহকুমা শাসক কৃষ্ণেন্দু মন্ডল, মেমারি ১ সমষ্টি উন্নয়ন আধিকারিক ডাঃ আলী মহঃ ওয়ালী উল্লাহ পরিদর্শনে আসেন। তারা এই বিরসা মুন্ডা আরচারী একাডেমীর কাজে সন্তুষ্ট এবং ভবিষ্যতে এই একাডেমীকে যাতে আরো উন্নত জায়গায় নিয়ে যাওয়া যায় তার জন্য দেখবেন বলে জানান। একইসঙ্গে যুব কল্যাণ আধিকারিক এই একাডেমিকে রেকাব ও টার্গেট বক্স দেয়ার কথা বলেন। উল্লেখ্য এই একাডেমি পরিচালনায় অগ্রণী ভূমিকা নিয়েছেন মেমারি ১ পঞ্চায়েত সমিতির কৃষি, সেচ ও সমবায় কর্মাধ্যক্ষ সনাতন হেমব্রম।