|
---|
সংবাদদাতা : ইসলামিক ইয়ুথ ফেডারেশন-এর উত্তর মুর্শিদাবাদ ডিভিশনের উদ্যোগে অনুষ্ঠিত হয়ে গেল রোজ রবিবার অর্থাৎ ১১জুনে “সংবর্ধনা ও ক্যারিয়ার গাইডেন্স প্রোগ্রাম”। এই প্রোগ্রাম আয়োজিত হয় উত্তর মুর্শিদাবাদ ডিভিশনের প্রায় ৩০টি স্কুল ও হাই মাদ্রাসায় মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারকারী ছাত্র-ছাত্রীদের নিয়ে। প্রায় ২০০ জন ছাত্র-ছাত্রী প্রোগ্রামে উপস্থিত ছিলেন। প্রোগ্রাম শুরু হয় আইওয়াইএফ পশ্চিমবঙ্গের ক্যাম্পাস সেক্রেটারি সুরাজ সেখের দারসে কুরআনের মাধ্যমে। অতঃপর ক্যারিয়ার গাইডেন্স বিষয়ের উপর বক্তব্য পেশ করেন বিশিষ্ট পিএইচডি স্কলার তথা রাজ্য ফাইনান্স সেক্রেটারি ফারুক হোসেন।প্রোগ্রামে ছাত্র-ছাত্রী ছাড়াও অভিভাবক-অভিভাবিকাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।প্রোগ্রামে উপস্থিত ছিলেন সর্বভারতীয় সেক্রেটারি জেনারেল জনাব আলমগীর হোসেন, রাজ্য প্রেসিডেন্ট মোহাঃ জইদুর রহমান, রাজ্য সেক্রেটারি সাহারিয়াউল হক-সহ উত্তর মুর্শিদাবাদ ডিভিশনের নেতৃবৃন্দ। শেষে বিভিন্ন স্কুল ও হাই মাদ্রাসা থেকে যেসব ছাত্র-ছাত্রী প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করেছেন তাঁদের সংবর্ধনা প্রদানের মাধ্যমে প্রোগ্রামের সমাপ্তি ঘটে। সংগঠনের রাজ্য প্রেসিডেন্ট জনাব জৈদুর রহমান ছাত্রদের উদ্দেশ্যে বলেন, ” মনোযোগ দিয়ে পড়াশোনা করে উচ্চ শিক্ষার জগতে নিজেদের আসন সুপ্রতিষ্ঠিত করে ক্যারিয়ার গঠনের পাশাপাশি একটি সুন্দর সমাজ গঠনে নিজেদের অবদানও রেখে যেতে হবে। আর্ত পীড়িতদের সেবায় যথাসম্ভব নিজেদের বিলিয়ে দিতে হবে।”