দুর্গাপুরের নিউটাউনে সাড়ম্বরে পালিত হল নজরুল জয়ন্তী।

লুতুব আলি, বর্ধমান, ১২ জুন : দুর্গাপুরের নিউটাউনে সাড়ম্বরে পালিত হল নজরুল জয়ন্তী দুর্গাপুরের নিউটাউন বি জোন টাউনশিপে অনুষ্ঠিত হল কাজী নজরুল ইসলামের ১২৪ তম জন্ম জয়ন্তী। আয়োজনে : বিশিষ্ট শিল্পী তরুণ সাহা, চন্দন পাল, শুভ্রা পাল। আমার আপনার চেয়ে আপন যে জন খুঁজি তারে আপনায়…. বর্ণময় কবি কাজী নজরুল ইসলামের এই শাশ্বত গান দিয়ে অনুষ্ঠানের শুরুারম্ভ হয়। বিদ্রোহী, সাম্যবাদী একাধিক বিশেষণে কবি ভূষিত। অনুষ্ঠানে বর্ণময় কবির লেখনি ও তাঁর দর্শন নিয়ে আলোকপাত হয়। অনুষ্ঠানে নজরুলগীতি, নৃত্য, আবৃত্তির মধ্য দিয়ে পাঁচ ঘন্টা ধরে অনুষ্ঠান চলে। অনুষ্ঠানের প্রারম্ভে আয়োজকদের তরফ থেকে প্রত্যেককে চন্দনের ফোঁটা দিয়ে বরণ করেন শুভ্রা পাল। সকলের হাতে নজরুল স্মারক তুলে দেন চন্দন পাল, তরুণ সাহা। তরুণ সাহা বলেন, নজরুল সম্পর্কে ধারণা দেওয়া, পরবর্তী প্রজন্মরা যাতে নজরুল সম্পর্কে গভীরভাবে জানতে পারেন এবং আকৃষ্ট হন সেদিকেও নজর ঘোরানো আমাদের উদ্দেশ্য। অনুষ্ঠানে উপস্থিত আন্তরিক পত্রিকার সভাপতি অর্চনা সিংহ রায়, কাকলি রায়, বৃষ্টি মুখার্জি, স্মৃতি কণা তো প দার, চ্যাটার্জি, শিবায়ন চ্যাটার্জী, রেশমি ভৌমিক, শিল্পী সেনগুপ্ত, অঙ্কিত ঘোষ, মৃন্ময়ী রায় ও শিশু শিল্পী সায়ন ঘোষের অনুষ্ঠান ছিল নজর কাড়ার মত। সমগ্র অনুষ্ঠানটি সুচারুভাবে সঞ্চালনা করেন বিশিষ্ট সংগঠক ও বাচিক শিল্পী অন্তরা সিংহ রায় এবং লক্ষ্মী চ্যাটার্জি।