বেতন বৃদ্ধি সহ একাধিক দাবিতে আন্দোলনের পথে আশা কর্মীরা

বাবলু হাসান লস্কর দক্ষিণ চব্বিশ পরগনা: দীর্ঘদিন ধরে নামমাত্র পারিশ্রমিকে আশা কর্মীরা নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। নানা ভাবে তাদেরকে বলা হচ্ছে বেতন বাড়ানোর কথা । বাস্তবে আশা কর্মীদের বেতন বৃদ্ধি করা হচ্ছে না। করোনা নামক ভাইরাস সংক্রমণে একের পর এক মানুষ মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন, সেই মুহূর্তে আশা কর্মীরা প্রতিটি বাড়িতে গিয়ে পরিষেবা দিয়েছেন । নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে ও অন্যান্যদের জীবন বাঁচানোর আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন । কোভিদে যেখানে সাধারন মানুষ বাড়ির বাইর হচ্ছে না আর সে ক্ষেত্রে আসা কর্মীরা বাড়িতে- বাড়িতে গিয়ে মানুষের পরিষেবা দিয়েছেন । কোথাও কেউ অসুস্থ হলে তাদের নামের লিস্ট প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র জমা করেছেন ।কোভিদ পজিটিভ রোগীর বাড়ির অন্যান্য সদস্যরা কেমন আছে তার খোঁজ খবর নিয়েছে, সে ক্ষেত্রে ছিল জীবনের ঝুঁকি তার পরেও তারা নিরলস পরিশ্রম করে গিয়েছেন। দীর্ঘদিন ধরে সঠিক সময়ে তাদের বেতন দেওয়া হচ্ছে না।একের পর এক কাজের বোঝা চাপানো হচ্ছে তাদের উপর। আজ তারা বেতন বাড়ানো সহ এক গুচ্ছ দাবি সম্বলিত সনদপত্র BMOH এর কাছে জমা দেন ।

    মানবিক মুখ্যমন্ত্রী আশা কর্মীদের বেতন বৃদ্ধি সহ যথাযথ পরিষেবার ব্যবস্থা গ্রহণ করবেন। সরকার বাহাদুর তাদের দাবি-দাওয়া মান্যতা না দিলে পরবর্তীতে তারা বৃহৎ আন্দলনে সামিল হবেন ।।