|
---|
শান্তিনিকেতন: জাতীয় আইনী পরিষেবা দিবস পালিত হলো শান্তিনিকেতনে। ন্যাশানাল লিগ্যাল সার্ভিসেস অথরিটি ও স্টেট লিগ্যাল সার্ভিসেস অথরিটির নির্দেশে এবং বীরভূম ডিষ্ট্রিক লিগ্যাল সার্ভিসেস অথরিটির উদ্যোগে শান্তিনিকেতন থানার কাংকালীতলা গ্রাম পঞ্চায়েতের কনফারেন্স হলে আইনী পরিষেবা দিবস পালিত হয় মঙ্গলবার, ৯ নভেম্বর।
১৯৮৭ সালে পাস হওয়া লিগ্যাল সার্ভিসেস এ্যক্টের ৩৯ ক সেকশনে সাধারন গরিব দুঃস্হ মানুষদের জন্য বিনামূল্যে ন্যায় বিচার পাইয়ে দিতে এই আইন পাশ হয়। ১৯৯৫ সালের ৯ নভেম্বর থেকে পালিত হয় ন্যাশানাল লিগ্যাল সার্ভিসেস ডে। উল্লেখ্য, ন্যাশানাল লিগ্যাল সার্ভিসেস অথরিটি ও স্টেট লিগ্যাল সার্ভিসেস অথরিটির নির্দেশে, বীরভূম ডিষ্ট্রিক লিগ্যাল সার্ভিসেস অথরিটির ব্যাবস্হাপনায় ও কাংকালীতলা গ্রাম পঞ্চায়েতের সহযোগিতায় আইনী পরিষেবা দিবসে সাধারন মানুষ বিনামূল্যে আদালত থেকে কি কি সুবিধা পেতে পারেন সে বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। উপস্হিত ছিলেন বীরভূম ডিষ্ট্রিক লিগ্যাল সার্ভিসেস অথরিটির আইনী সহায়ক মহিউদ্দীন আহমেদ, আইনজীবি ডঃ মানবেন্দ্র ভৌমিক, পঞ্চায়েত প্রধান ছবিরানী সাহা, পঞ্চায়েত সচিব এলিজা বেগম সহ আইসিডিএস, আশা কর্মী ও স্বনির্ভর দলের মহিলারা। ২ রা অক্টোবর থেকে সুপ্রিম কোর্টের নির্দেশ মতো দেশ জুড়ে চলছে প্যান ইন্ডিয়া এ্যন্ড আউটরিচ প্রোগ্রাম।