|
---|
লুতুব আলি : শক্তিগড় যুবগোষ্ঠীর পরিচালনায় অনুষ্ঠিত হল ৭৫ তম স্বাধীনতা দিবসের অনুষ্ঠান। জাতীয় পতাকা উত্তোলন করেন বর্ধমান উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক নিশীথ কুমার মালিক। তিনি অনুষ্ঠানে স্বাধীনতা দিবসের প্রেক্ষাপট নিয়ে মনোজ্ঞ আলোচনা করেন। অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন শক্তিগড় যুবক গোষ্ঠী র সম্পাদক শেখ কামরুল হাসান। সকলকে অভিবাদন জ্ঞাপন করেন যুব গোষ্ঠীর সভাপতি শেখ রতন। অ্যাডভান্স ট্রেনিং একাডেমির ছাত্র-ছাত্রীদের বর্ণাঢ্য কুচকাওয়াজের মধ্য দিয়ে ঐতিহ্যপূর্ণ দিনটিকে এদিন স্মরণ করা হয়। অনুষ্ঠানে আমন্ত্রিত বক্তারা বলেন, স্বাধীনতা প্রাপ্তির ঐতিহ্যকে দেশ সেবার মধ্য দিয়ে টিকিয়ে রাখতে হবে। অ্যাডভান্স ট্রেনিং একাডেমির কর্ণধার সৌরভ মল্লিক জানান, তাদের ছাত্রছাত্রীরা শক্তিগড় যুব গোষ্ঠীর পরিচালনায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে কুচকাওয়াজ ছাড়াও এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বর্ধমান ২ নং পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ শক্তিপদ পাল, বড়শুল ২নং গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন উপপ্রধান গৌরাঙ্গ লাল বসু, মোঃ হাবিব প্রমুখ।