692 নাম্বার পেয়ে নজির গোরলো কান্দির এক মাধ্যমিক পরীক্ষার্থী।

নতুন গতি নিউজ ডেস্ক: মুর্শিদাবাদ জেলার কান্দি পৌরসভার 14 নম্বর ওয়ার্ডের ছাতিনাকান্দি শ্মশান তলায় এলাকার বাসিন্দা দীপন ঘোষ নামের এক মাধ্যমিক পরীক্ষার্থী মাধ্যমিক পরীক্ষায় 692 নম্বর পেয়ে নজির গোরলো। দীপন ঘোষের দাবি মাধ্যমিক পরীক্ষা হলে সেতার প্রাপ্য নাম্বার পেত এবার যে নাম্বারটা সে পেয়েছে সেটা তার প্রাপ্য সঠিক নাম্বার নয় পরীক্ষা হলে হয়তো এর থেকে বেশি বা কম হতে পারত কিন্তু তাতে সন্তুষ্ট থাকতো।

    দীপন ঘোষের মা বর্ণালী ঘোষ জানিয়েছে পড়াশোনা ছাড়াও দীপনের ছবি আঁকাতে পারদর্শী ছিল ছেলের এই অভাবনীয় রেজাল্ট অপ্রত্যাশিত বলে জানিয়েছেন তিনি অন্যদিকে দীপনের বাবা সীতারাম ঘোষ জানিয়েছেন তিনি একজন স্কুল শিক্ষক মাঝে মাঝে তিনি তার ছেলেকে পড়াতেন পরীক্ষা যদি হতো তাহলে তার ছেলে হয়তো এতটা নাম্বার না পেলেয় সঠিক নাম্বারটা পেত। দীপনের এই অভাবনীয় অপ্রত্যাশিত রেজাল্টের পর দীপনের বাড়িতে কান্দি পৌরসভার প্রশাসক তথা বিধায়ক অপূর্ব সরকার নিজে এসে সম্বর্ধনার দিয়েছেন পাশাপাশি সপ্তপুরি স্বেচ্ছাসেবী সংস্থা থেকে শুরু করে বিভিন্ন সমাজসেবী সংগঠন ক্লাবের পক্ষ থেকে দীপনের এই অভাবনীয় অপ্রত্যাশিত মাধ্যমিকের ফলাফলের জন্য তার বাড়িতে এসে সম্বর্ধনা দেয়া হচ্ছে। দীপন জানিয়েছে আগামী দিনে সে অংক নিয়ে এগোতে চাই স্বভাবতই তার এই অপ্রত্যাশিত ফলাফলের জন্য খুশি তার পরিবার থেকে শুরু করে কান্দি শহরবাসী।