জামালপুর ব্লকের জয় জোহার মেলা শুরু

সেখ সামসুদ্দিন,২৮ জানুয়ারি : জামালপুর ব্লকের জয় জোহার মেলা শুরু হয় আজ, চলবে আগামী ৩০ তারিখ পর্যন্ত। জামালপুর কিষাণমান্ডিতে এই মেলা পুজো পাঠ করে ও বর্ণাঢ্য মশাল দৌড়ের মাধ্যমে শুরু হয়। জাতীয় পতাকা ও আদিবাসীদের পতাকা উত্তোলন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামালপুরের বিধায়ক অলোক কুমার মাঝি, পঞ্চায়েত সমিতির সভাপতি ভূতনাথ মালিক, সহ সভাপতি দেবু হেমব্রম, বিডিও শুভঙ্কর মজুমদার, পূর্ত কর্মাধক্ষ্য মেহেমুদ খান, জয়েন্ট বিডিও গৌতম কুমার দত্ত, জেলা পরিষদের কর্মাধক্ষ্য মিঠু মাঝি, বিসিডব্লিউ অফিসার সুপ্রভাত চক্রবর্তী, পাঁচড়া পঞ্চায়েত প্রধান লালু হেমব্রম,উপ প্রধান বিকাশ পাকড়ে, জয়দেব দাস, তারক টুডু, সহ পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির সদস্যরা। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিডিও, বিধায়ক, পূর্ত কর্মাধক্ষ্য, সভাপতি সহ অন্যান্যরা। সকলেই তাঁদের বক্তব্যে আদিবাসী সমাজকে এগিয়ে নিয়ে যাবার জন্য মুখ্যমন্ত্রীর ভুয়সী প্রশংসা করেন।