|
---|
আবু সালেহ মুসা, বারাসাত : ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাতের উদ্যোগে পীরজাদা আব্বাস সিদ্দিকী সাহেবের নির্দেশে জগৎবল্লভ পুর থানা কমিটির পরিচালনায় পবিত্র রমজান মাস উপলক্ষে ইফতার সামগ্রী বিতরন ও সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়।
উক্ত সমাবেশে কয়েক হাজার মানুষের উপস্থিতিতে ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাতের (এ) এঁর কর্নধার পীরজাদা আব্বাস সিদ্দিকী বলেন, বর্তমানে বাংলার বুকে একদল অশুভ শক্তির আবির্ভাব হয়েছে যে শক্তি ধর্মের নামে সমাজে মেরুকরন বিভাজন করে অশান্তি সৃষ্টি করতে চাইছে। শুধু তাই নয় সাম্প্রদায়িক সম্প্রীতির মুখোশ পরে কিছু শাসক দলের সাংসদ ও বিধায়ক উগ্র সাম্প্রদায়িক শক্তির সাথে হাত মিলিয়ে মুসলিম সমাজকে আতঙ্কগ্রস্থ তুলেছে।
তিনি ঐ সমস্ত সাম্প্রদায়িক শক্তির মোকাবিলা করার জন্য জগৎবল্লভপুরের মানুষকে সতর্ক করেন ও গুজবে কান না দিয়ে এলাকায় শান্তি ও সম্প্রীতি রক্ষার জন্য জাতী , ধর্ম, বর্ন নির্বিশেষে সকলকে একত্রে ভ্রাতৃত্বের বন্ধনে সমাজে শান্তি প্রতিষ্টার কথা বলেন।
সভা শেষে সারা বিশ্বের মানুষদের জন্য মঙ্গল কামনায় দোওয়া করেন।