ব্যাপক ঝড় বৃষ্টি তিন দিন আগে থেকেই সতর্ক বার্তা দিয়েছে কৃষি দপ্তর।

রাহুল রায়, পূর্ব বর্ধমান: তিন দিন আগে থেকেই সতর্ক বার্তা দিয়েছে কৃষি দপ্তর। পাশাপাশি সতর্ক বার্তা দিয়েছে আবহাওয়া দপ্তর। আওয়া দপ্তর ও কৃষি দপ্তরের পরামর্শ মত চাষিরা সতর্ক হয়ে জোর কদমে বোড় ধান তোলার কাজ করছে ভাতার ব্লক জুরে ।শেখ আইনুল জানান আমার ছেলের মোবাইলের ফেসবুকের মাধ্যমে আমি জানতে পারি আগামী ৩ তারিখে ব্যাপক ঝড় বৃষ্টি হবে। সেই কথা মাথায় রেখে বোরো ধান কাটার কাজ করছি জোরকদমে আর হয়তো দুদিন সময় দিলে আমার ধান সব ঘরে চলে আসত। আমি পঁচিশ বিঘা জমির ধান চাষ করেছি।আবহা দপ্তরের কথামতো চাষিরা দিনরাত পরিশ্রম করে বোরো ধান কাটার কাজ করছে ।বেশ কিছুদিন আগে শিলা বৃষ্টির জেরে ভাতারের বেশ কয়েকটি অঞ্চল ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছিল ।ভাতারের সাহেবগঞ্জ এক নম্বর, সাহেবগঞ্জ দুই নম্বর ,বনপাস, মাহাতা ,বামুনারা ,এরুয়ার এই সমস্ত অঞ্চল গুলোতে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় শিলা বৃষ্টির ফলে।পুনরায় আবার ঝড় বৃষ্টি হলে ভাতারের চাষিরা ক্ষতির মুখে পড়বে ।