|
---|
দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি থানার অন্তরগত কুশমন্ডি আনন্দ মারকেট রাজলক্ষ্মী মিষ্টান্ন ভান্ডার VIP দোকান আজ উওর দিনাজপুর কালিয়াগঞ্জের স্কুল পাড়া বাসিন্দা তনয় সরকার 12 টা 30 মিনিট নাগাদ কলড্রিং খাওয়ার জন্য কুশমন্ডি রাজ লক্ষী মিষ্টি ভান্ডার দুটো থানসাপ ওয়াডার করি তনয় সরকার বলেন আমার থানসাপ বতল পুরো খেয়েনী পাশের ছেলে টা 90./. খেয়ে নেয়ে তার পরে দেখা যায় জীবানু রয়েছে আমরা থানসাপ ম্যানজার কে বললে উল্টা আমাদের ধমক দেয়ে এবং থানসাপ বিল চাওয়া হয়ে বিল পেয়ে সঙ্গে কুশমন্ডি থানায় অভিযোগ করা হয়ে এবং কুশমন্ডি থানার ডিউটি অফিসার বিশষে শোনলেন স্যাট ম্যান ন্যায় আমাদের রিসিভ কপি দেয় এই ক্রেতা সুরক্ষা আদালতে জাবে আজ আমর সাথে হয়েছে কাল অন্য কারো সাথে হতে পারে।