বিরোধী শিবিরে ছেড়ে শতাধিক সিপিএম-বিজেপি কর্মীর যোগদান তৃণমূলে

 

    অতনু ঘোষ, নতুন গতি , পূর্ব বর্ধমান: বিরোধী শিবিরে ভাঙন অব্যাহত ২১এর ভোট যত এগিয়ে আসছে প্রত্যেকদিনই কোথাও না কোথাও বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীদের মধ্যে দলবদলের প্রবণতা দেখা যাচ্ছে | কেউ গেরুয়া শিবির ছেড়ে ঘাসফুলে আবার কেউ তৃণমূল ছেড়ে বিজেপির পতাকা কাঁধে তুলে নিচ্ছে |
    আজ মন্তেশ্বর ব্লকের পিপলন অঞ্চলের প্রায় ২০০টি পরিবার সিপিএম ও বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন |
    তাঁদের হাতে দলের ঘাসফুল পতাকা তুলে দিলেন পঞ্চায়েত সমিতির হহ সভাপতি আহমেদ হোসেন সেখ | এছাড়াও এই যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পিপলন অঞ্চল সভাপতি সহ আর ও অনেকে |
    এদিনের যোগদান অনুষ্ঠানে উল্লেখযোগ্য নাম হল চাঁদু দাস | যিনি সিপি. আই .এম এর প্রাক্তন পঞ্চায়েত সমিতির সভাপতি |
    আজকের অনুষ্ঠান থেকে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত সমিতির হহ সভাপতি আহমেদ হোসেন সেখ বলেন যে, বিরোধী শিবিরে এতবড় ভাঙন শাসক দল তৃণমূলকে অনেকটাই অক্সিজেন দিতে সাহায্য করবে, আগামিদিনে আরও মানুষ তৃণমূলে যোগ দেবে |
    তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সুরেই তিনি আরো বলেন, মানুষের জন্যে যদি কাজ করতে চান, তাহলে তৃণমূলেই একমাত্র সেই সুযোগ পাবেন |’
    এদিকে সদ্য তৃণমূলে যোগ দেওয়া চাঁদু দাসের কথায়, বাম আমলের ৩৪ বছরে বাংলার উন্নয়ন থমকে গিয়েছিল | তৃণমূল ক্ষমতায় আসার পর রাজ্যে বিভিন্ন ক্ষেত্রে যেমন স্বাস্থ্যব্যবস্থা থেকে শুরু করে শিক্ষাব্যবস্থা সমাজের সর্বক্ষেত্রেই তৃণমূলের উন্নয়ন তা দেখে তিনি আপ্লুত | সুতরাং আজ তিনি তৃণমূলের পতাকা কাঁধে নিয়ে এই উন্নয়ন যজ্ঞে শামিল মানুষের পাশে দাঁড়াতে চান |