মারা গেলেন দেশের বিশিষ্ট সমাজ কর্মী স্বামী অগ্নিবেশ

 

    ওয়েব ডেস্কঃ দেশের সরকার যখন হিন্দুত্তবাদ কে কাজে লাগিয়ে দেশেকে এক বিপদের দিকে ঠেলে দিচ্ছে, দেশের যাবতীয় সমস্যার মুখ কে ঘুরিয়ে দিয়ে নিজের এজেন্ডার উপর কাজ করে যাচ্ছে তখন হিন্দু সমাজেরই এক বিশিষ্ট পণ্ডিত স্বামী অগ্নিবেশ ক্রমাগত এই সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে, ভারতের যেকোনো জায়গা ছুটে বেরিয়েছে মানুষকে সজাগ করার জন্য। সরকারের বিরুদ্ধে কথা বলার জন্য প্রতিনিয়ত ওনারা উপর নির্যাতন হয়েছে, প্রকাশে ওনার উপর হামলা হয়েছে তার পরও কোনো মতেই এক পা পিছু সরেননি উনি। দেশের প্রতিটা রাজ্যে গিয়েছে বিশাল বড় বড় কনফারেন্সে। তিনি শুধু মাত্র মুখে প্রতিবাদ করে যায়নি, একাধিক বই লিখেছেন হিন্দুইজামের উপর দেশের অবস্থার উপর রাজনীতির উপর। প্রতিবাদ করতে করতে অবশেষে আজকে দিল্লির এক হাসপাতালে মারা গেলেন স্বামী অগ্নিবেশ। ওনার মৃত্যুর শোকের ছায়া দেশ জুড়ে ।

    দেশের একজন প্রকৃত সমাজকর্মী যিনি নিজের মৃত্যুরও পড়ওয়া করতেন না, জীবনের ঝুকি নিয়ে দেশের জন্য সবসময় সরকারের বিরুদ্ধে দাঁড়িয়ে ছিলেন ওনার মৃত্যুতে শোকাগত দেশের বিশিষ্ট মহল। ইতিমধ্যেই শোক প্রকাশ করেছেন কংগ্রেস লোকসভা সংসদ শশী থারূর, সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী প্রশান্ত ভুসান, ২০১৪ সালে শান্তির জন্য নোবেল জয়ী কৈলাশ সত্যার্থী সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিগন, সামাজিক সংগঠন ও রাজনৈতিক দল ।

    বিশিষ্ট সামাজকর্মী স্বামী অগ্নিবেশ দিল্লির ইনস্টিটিউট অফ লিভার অ্যান্ড বিলিয়ারি সায়েন্সেসে আজকে শুক্রবার সন্ধ্যায় মারা যান। ওনার বয়স ছিল ৮০ বছর। মঙ্গলবার হাসপাতালে ভর্তি হন, স্বামী অগ্নিবেশ লিভার সিরোসিসের জন্য চিকিত্সা করছিলেন এবং বহু-অঙ্গ ব্যর্থতার কারণে ৩ দিন ভেন্টিলেটর সহায়তায় ছিলেন। হাসপাতালের এক বিবৃতি অনুসারে, আজ সন্ধ্যায় তার অবস্থার অবনতি ঘটতে শুরু করে এবং সন্ধ্যা ৬ টায় ওনাকে হার্ট অ্যাটাক হয়। চিকিত্সকরা তাকে পুনর্সজ্জা দেওয়ার যাবতীয় চেষ্টা করেন কিন্তু ব্যর্থ হন এবং ৬.৩০ মিনিটে ওনাকে মৃত ঘোষণা করা হয়।

    সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী প্রশান্ত ভুসান শোক প্রকাশ করে জানান – স্বামী অগ্নিবেশ ছিলেন মানবতা ও সহনশীলতার জন্য সত্য যোদ্ধা । আমি জানতাম যে সাহসের মধ্যে জনসাধারণের কল্যাণের জন্য বিশাল ঝুঁকি নিতে ইচ্ছুক ছিলেন তিনি । বিজেপি ও আরএসএসের উগ্র হিন্দুত্তবাদিদের দ্বারা ঝাড়খণ্ডকে নির্মমভাবে হত্যার চক্রান্ত করা হয়েছিল ২ বছর লিভার ক্ষতিগ্রস্থ হয়েছিল ওনার আইনজীবী প্রশান্ত ভূষণ এই কথা বলেন ।

    উল্লেখ্য যে জুলাই মাসে ২০১৮ সালে স্বামী অগ্নিবেশকে ঝাড়খণ্ডের পাকুরে “জয় শ্রী রাম” শ্লোগান দিয়ে নৃশংসভাবে লাঞ্ছিত করা হয়েছিল , যেই ঝাড়খণ্ডেরে তিনি রাজ্য কর্তৃক জমি অধিগ্রহণের বিরুদ্ধে আদিবাসী সম্প্রদায়ের প্রতিবাদকে সমর্থন করেছিলেন।