|
---|
নতুন গতি ডিজিটাল ডেস্ক: রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পগুলি জনগণের কাছে সহজে পৌঁছে দিতে রাজ্য সরকার বুথে বুথে চালু করেছে ‘দুয়ারে সরকার’ ক্যাম্প। শুক্রবার উত্তর ২৪ পরগনার হাসনাবাদের ভেবিয়া হাইস্কুলে দুয়ারে সরকার ক্যাম্পে বিভিন্ন প্রকল্প নিয়ে হাজির হন প্রতিনিধিরা। ক্যাম্প প্রদর্শনে মানুষের অভাব অভিযোগ শোনেন বিধায়ক রফিকুল ইসলাম ও ব্লক সভাপতি এসকেন্দার গাজী। এসকেন্দার গাজী জানান, ক্যম্প থেকে একদিনে প্রায় তিন হাজার মানুষ উপকৃত হয়েছেন।