|
---|
নিজস্ব সংবাদদাতাঃ বর্ধমান মেডিকেল কলেজের অধ্যাপক পূর্ব বর্ধমান জেলার মেমারির জনদরদী ডাক্তার বিপ্লব চ্যাটার্জি প্রয়াত হয়েছেন। যশস্বী এই ডাক্তার বাবুর অকাল প্রয়াণে শহরে শোকের ছায়া নেমে আসে। নবীন ডাক্তার চ্যাটার্জির মৃত্যুকালে বয়স হয়েছিল ৪২ বছর। বিপ্লব বাবু চিকিৎসকদের একটা সেমিনারে যোগ দিতে গোয়া গিয়েছিলেন। অস্থি বিশেষজ্ঞ বিপ্লব বাবু জেলায় তাঁর জনদরদী ভাবমূর্তির জন্য মানুষের প্রিয় পাত্র ছিলেন।
শহরে দুঃসংবাদ ছড়িয়ে পড়তেই ডাক্তারবাবুর খাঁড়ো বাসভবনের সামনে শোকার্ত মানুষের ভিড় উপচে পড়ে। শহরের বহু মানুষের সঙ্গে তাঁর যোগাযোগ ছিল। তারপর আজ একেবারে মৃত্যুর খবর এসে পৌঁছতেই অনেকের কাছেই তা হয়ে ওঠে বিনা মেঘে বজ্রপাতের মতো। ডাক্তার বিপ্লব চ্যাটার্জির আকর্ষ্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন শহরের চিকিৎসক মহল, রাজনৈতিক নেতৃবৃন্দ, সমাজসেবী, সুশীল সমাজ, ব্যবসায়ী সংগঠনের নেতৃত্ব, ক্লাব – সমিতির কর্মকর্তা ও বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ। বিপ্লব বাবু রেখে গেলেন বাবা মা স্ত্রী দুই পুত্র সন্তান আত্মীয় পরিজন ও অসংখ্য গুণ মুগ্ধ। দক্ষিণ মেমারি খাঁড়ো যুবক সংঘের সভাপতি ছিলেন, ক্লাব সদস্যরা তাঁর অকালে মৃত্যুতে গভীর শোকা প্রকাশ করেছেন। মেমারি তার এক গর্বের সন্তানকে হারাল।