|
---|
রাজু আনসারী, সুতি : ফের গঙ্গা ভাঙনে তলিয়ে গেল আস্ত গোটা বাড়ি, কান্নার রোল। চোখের সামনেই হুড় মুড়িয়ে তাসের ঘরের মতো ভেঙে পড়ল আসতো দুই তালা বাড়ি। রবিবার সকালে সামশেরগঞ্জের মহেশটোলা গ্রামে আবারো নতুন করে গঙ্গা ভাঙন। চোখের সামনেই তলিয়ে গেল আস্ত তিনটি গোটা বাড়ি, কান্নায় ভেঙে পড়ল পরিবার।দাঁড়িয়ে দেখা ছাড়া কোনো রকম উপায় নেই সামসেরগঞ্জের অসহায় পরিবার গুলোর।
উল্লেখ করা যেতে পারে গঙ্গা ভাঙন সামশেরগঞ্জের সব চাইতে একটি বড় সমস্যা। কয়েক বছর ধরে বিঘার পর বিঘা কৃষি জমি তলিয়ে যাওয়ার পর বিগত ৪বছর ধরে সামশেরগঞ্জের একাধিক গ্রামে একের পর এক বাড়ি তলিয়ে যাচ্ছে, লাগাতার কয়েক বছর ধরে গঙ্গা ভাঙন অব্যাহত রয়েছে, স্থায়ী সমাধানে উদাসীন রাজ্য ও কেন্দ্র উভয় সরকারী।কোনো রকম হেলদোল নেই কেন্দ্র সরকারের, যদিও রাজ্যের তরফ থেকে শুধু মাত্র বালির বস্তা, আর তা ঘিরেই এবার সামশেরগঞ্জের মহেশটোলায় ক্ষোভ বাড়ছে। রবিবার সাত সকালে আবার গঙ্গা ভাঙনে আস্ত গোটা তিনটি বড় বাড়ি তলিয়ে যাওয়ায় ফের একবার উদ্বিগ্ন সামসেরগঞ্জের ভাঙন এলাকার মানুষ।