ঘনঘন বিদ্যুৎ বিভ্রাটে নাভিশ্বাস মুর্শিদাবাদের ফরাক্কা ব্লকের বাসিন্দারা।

রাজু আনসারী, সুতি : ঘনঘন বিদ্যুৎ বিভ্রাটে নাভিশ্বাস মুর্শিদাবাদের ফরাক্কা ব্লকের বাসিন্দারা। তারজেরে দুর্ভোগের কবলে স্থানীয় প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের রুগীরা। বিশেষ করে প্রসূতি মহিলারা। ফরাক্কা ব্লকের গুরুত্বপূর্ণ স্বাস্থ্য কেন্দ্র  অর্জুনপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র। অর্জুনপুর, মহেশপুর ও মহাদেবনগর গ্রামপঞ্চায়েতের বাসিন্দারা চিকিৎসা পরিষেবার জন্য  এই স্বাস্থ্য কেন্দ্রের উপর নির্ভরশীল। অর্জুনপুর ও মহেশপুর গ্রামপঞ্চায়েত ডেঙ্গুর আঁতুড়ঘর হিসাবে পরিচিত। এবারও তার ব্যতিক্রম ঘটেনি। ডেঙ্গু আক্রান্তরা অর্জুনপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন। একদিকে ভাদ্র মাসের ভ্যাপসা গরম। অপরদিকে ঘনঘন বিদ্যুৎ বিভ্রাট। ফলে অর্জুনপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে বিদ্যুৎ বিভ্রাটে সমস্যায় পড়েছেন প্রসূতি মহিলারা থেকে চিকিৎসাধীন রুগীরা। এই সমস্যা সমাধানে স্হানীয় যুবকরা স্বাস্থ্য কেন্দ্রে তিনটি ইনভার্টার প্রদানের জন্য দ্বারস্থ হয়েছিলেন ইন্ডিয়ান সায়েন্স একাডেমির কর্ণধার মোরসালিম শেখ, সমাজকর্মী সিরাজ ইসলাম ও আব্দুর রোফের। স্থানীয় যুবকদের দাবি মেনে রবিবার দুপুরে অর্জুনপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে তিনটি ইনভার্টার প্রদান করলেন তাঁরা। স্থানীয় যুবক ওমর ফারুক জানান, আমরা খুব খুশি অর্জুনপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের প্রসূতি মহিলাদের কথা বিবেচনা করে বিদ্যুৎ বিভ্রাট সমস্যা সমাধানে উনারা আমাদের আবেদনে সাড়া দিয়ে তিনটি ইনভার্টার প্রদান করে।