গুড়াপ বইমেলায় অনুষ্ঠিত হল সাংবাদিকতার কর্মশালা

লু তু ব আলি : গুড়াপ বইমেলায় অনুষ্ঠিত হল সাংবাদিকতার কর্মশালা। ২ এপ্রিল এই কর্মশালার উদ্বোধন করেন কল্যাণী বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের অধ্যাপক সুজিত রায়। স্বাগত ভাষণ দেন বই মেলা কমিটির সম্পাদক আদিত্য নারায়ণ চৌধুরী। এই কর্মশালায় বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ওপর জোর দেওয়া হয়। সুস্থ সমাজ গঠনে সংবাদপত্র ও সাংবাদিকদের একটা বড় ভূমিকা আছে বলে এ দিনের কর্মশালার প্রশিক্ষকরা অভিমত ব্যক্ত করেন। হলুদ সাংবাদিকতা আমাদের সমাজকে কলুষিত করছে এ বিষয়ে শিক্ষানবিশ সাংবাদিকদের সতর্ক হতে আহ্বান জানানো হয়। এই কর্মশালায় উপস্থিত ছিলেন, ইন্ডিয়ান জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের হুগলি জেলা শাখার সম্পাদক ও সভাপতি তপেশ বসু, গোসাই চন্দ্র দাস, এই সংগঠনের রাজ্য সহ-সভাপতি তারক নাথ রায়, বই মেলা কমিটির সভাপতি লক্ষণ চন্দ্র পাল প্রমূখ ইন্ডিয়ান জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের হুগলি জেলা শাখার সহযোগিতায় এই কর্মশালা অনুষ্ঠিত হয়। উল্লেখ্য বইমেলা উপলক্ষে ২৭ মার্চ অনুষ্ঠিত হয়েছে অংকন উৎসব। ক্লাইমেট ইমারজেন্সি বিষয়ক আলোচনা সভায় জলবায়ুর পরিবর্তন ও সংকট নিয়ে বিশেষজ্ঞরা আলোকপাত করেন। বাঁকুড়ার পরিবেশ যোদ্ধা মৈনাক অধিকারী, সুন্দরবন বিজয়নগর ফারমার্স ক্লাব এর অনাথ মির্ধা, মুর্শিদাবাদ মিশন গ্রিন ইউনিভার্স মনোজ্ঞ আলোচনায় অংশ নেন। এছাড়াও সমাজ গঠনে মায়েদের ভূমিকা, গণতন্ত্রে বিরোধীদল ও মিডিয়ার ভূমিকা, বিকালে খেলার মাঠ গুলো ফাঁকা, কৃষকেরা ভালো নেই শীর্ষক আলোচনা ও সেমিনার অনুষ্ঠিত হয়। আদিত্য নারায়ণ চৌধুরী জানান, দ্বিতীয় বর্ষ বই মেলায় সাংবাদিকতার ওপর কর্মশালা ব্যাপক সাড়া মিলেছে। বিভিন্ন জেলা থেকে শিক্ষানবিশ সাংবাদিকেরা প্রশিক্ষণ নেন। ৩ এপ্রিল কবিতা উৎসবে স্বরচিত কবিতা পাঠের আসর মধ্য দিয়ে বইমেলা সমাপ্তি ঘটবে।