|
---|
মহঃ মফিজুর রহমান, উত্তর ২৪ পরগণা, নতুন গতি : শনিবার অর্থাৎ আজ রাজারহাট নিউটাউন যুব কংগ্রেসের উদ্যোগে রাজারহাট নিউটাউন চিনার পার্কের জাতীয় কংগ্রেস কার্যালয়ে অনুষ্ঠিত হল সংবর্ধনা অনুষ্ঠান ও আলোচনা সভা। উত্তর ২৪ পরগণার অন্তর্গত বিধাননগর পৌরনিগমের ১৪ নং ওয়ার্ডের বিজয়ী জাতীয় কংগ্রেস প্রার্থী গীতা সরদারকে সংবর্ধনা জানানোর উদ্দেশ্যেই মূলত এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল ।
সদ্য বিজয়ী কংগ্রেস কাউন্সিলর গীতা সরদারের হাতে পুষ্পস্তবক ও উপহার সামগ্রী তুলে দিয়ে তাঁকে সংবর্ধনা জানান উত্তর ২৪ পরগণা জেলা কংগ্রেস কমিটির (গ্রামীণ) সভাপতি অমিত মজুমদার । এছাড়াও ছাত্র পরিষদের রাজ্য সভাপতি সৌরভ প্রসাদ , যুব কংগ্রেসের রাজ্য সভাপতি সাদাব খান এবং রাজ্য কংগ্রেস সংখ্যালঘু সেলের সভাপতি শামীম আক্তারকে পুষ্পস্তবক দিয়ে বিশেষ সম্মান জানানো হয় । সংবর্ধনা জ্ঞাপনের শেষে শুরু হয় জেলা কংগ্রেসের সাংগঠনিক আলোচনা সভা ।
আলোচনা সভায় বক্তব্য রাখেন তিন প্রদেশ নেতৃত্ব সৌরভ প্রসাদ , সাদাব খান এবং শামীম আক্তার । জেলা কংগ্রেসের পক্ষে বক্তব্য রাখেন জেলা সভাপতি অমিত মজুমদার , জেলা ছাত্র পরিষদের সভাপতি পাপাই ঘোষ , জেলা যুব কংগ্রেস নেতৃত্ব অরিজিৎ চক্রবর্তী , জেলা কংগ্রেস কার্যকারী সভাপতি সালাউদ্দিন ঘরামি প্রমুখ ।
আজকের অনুষ্ঠান ও আলোচনা সভায় জেলা কংগ্রেসের প্রায় সকল পদাধিকারী সহ জেলার সমস্ত ব্লক ও শহর কমিটির নেতৃত্বরা উপস্থিত ছিলেন ।