পুলিশ কর্মীর নাম জড়াল মাদক চক্রের সঙ্গে। ২ কনস্টেবল-সহ মােট ৬ জন আটক

পুলিশ কর্মীর নাম জড়াল মাদক চক্রের সঙ্গে। ২ কনস্টেবল-সহ মােট ৬ জন আটক

     

     

     

     

     

    নতুন গতি প্রতিবেদক : এবার ২ পুলিশ কর্মীর নাম জড়াল মাদক চক্রের সঙ্গে। ওই দুই কনস্টেবল-সহ মােট ৬ জনকে গ্রেপ্তার করেছে STF-এর আধিকারীকরা। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে মাদক পাচার চক্রে জড়িত বাকিদের হদিশ পাওয়ার চেষ্টা চালাচ্ছে তদন্তকারী।

     

    গােপন সূত্রের খবরের ভিত্তিতে গত সপ্তাহে

    স্ট্র্যান্ড রােড থেকে ফনি বিশ্বাস, রাজু বিশ্বাস ও সম্বিত রায় তিনযুবককে আটক করে পুলিশ। তাঁদের থেকে ১.১৩২ কেজি

    গাঁজা উদ্ধার হয়। গ্রেপ্তারির পর ১৩ মার্চ আদালতে তােলা হয় তাদের। পুলিশ সুত্রে খবর, ধৃতদের জিজ্ঞাসাবাদ করতেই উঠে

    আসে চাঞ্চল্যকর তথ্য। জানা যায়, বনরগাঁর দুই বাসিন্দা কলকাতা পুলিশের কর্মী পলাশ বিশ্বাস ও সুব্রত বিশ্বাস এবং প্রশান্ত নামে এক যুবক মাদক সরাবরাহ করত তাদের।

    তাদের নাম প্রকাশ্যে এসেছে তা জানাজানি হতেই এলাকা ছাড়ে ওই দুই পুলিশ কর্মী। অভিযুক্তদের গ্রেপ্তার করতে শনিবার গভীর রাতে বনগাঁর চাদপাড়ায় পৌঁছয় এসটিএফ।

    একটি পােলট্রি ফার্ম থেকে পলাশ ও সুব্রতকে গ্রেপ্তার করা হয়। আজ একাধিক জেলায় বক্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা, সােমবার থেকেই চড়বে তাপমাত্রার পারদ

    জানা গিয়েছে, সাধারণ কনস্টেবল পদে কর্মরত ওই দুই যুবক বরাবরই বিলাশবহুল জীবনযাপন করতেন। প্রচুর সম্পত্তির মালিক তারা। বনগাঁয় একাধিক বাড়ি রয়েছে তাদের। পলাশ ও সুব্রতের জীবনযাপনে খুব স্বাভাবিকভাবেই সন্দেহ তৈরি হয়েছিল স্থানীয়দের মধ্যে। কিন্তু কোনও দিনই প্রতিবেশীরা তা নিয়ে বিশেষ কিছু ভাবেননি। জানা গিয়েছে, কাজের ফঁকে মাদক সরবরাহ করত ধৃতরা।শুধু রাজ্য নয়, ভিনরাজ্যে ও মাদক সরবরাহ করত ধৃতরা, এমনটাই পুলিশ সূত্রে খবর।