শিলিগুড়ি থেকে কাঠমান্ডু পর্যন্ত বাস পরিষেবা শুরু করতে চায় রাজ্য পরিবহণ দফতর

নিজস্ব প্রতিবেদক:- পর্যটনপ্রেমীদের জন্য সুখবর৷ এবার সরাসরি শিলিগুড়ি থেকে কাঠমান্ডু পর্যন্ত বাস পরিষেবা শুরু করতে চায় রাজ্য পরিবহণ দফতর৷ যদিও বাস পরিষেবা শুরু করার জন্য এখনও কেন্দ্রীয় সরকারের অনুমতি মেলেনি বলে জানিয়েছেন রাজ্যের পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিম৷বর্তমানে শিলিগুড়ি থেকে কাঠমান্ডু পর্যন্ত বেসরকারি বাস পরিষেবা চালু রয়েছে৷ কিন্তু বেসরকারি পরিষেবা হওয়ায় বাস ভাড়াও অনেকটা বেশি৷ যাত্রীদের সুবিধার্থে তাই সরকারি পরিষেবা চালু করতে চায় রাজ্য সরকার৷পরিবহণমন্ত্রী জানিয়েছেন, সরকারি বাস পরিষেবা শুরু করার জন্য ইতিমধ্যেই নেপাল সরকারের অনুমতি মিলেছে৷ কিন্তু কেন্দ্রীয় সরকার এখনও অনুমতি না দেওয়ায় পরিষেবা শুরু করা যাচ্ছে না বলে দাবি করেছেন ফিরহাদ হাকিম৷ সমস্যার সমাধানে তিনি নিজে কেন্দ্রীয় পরিবহণমন্ত্রী নীতিন গড়কড়িকে চিঠি লিখবেন বলেও জানিয়েছেন ফিরহাদ হাকিম৷শিলিগুড়ি হয়ে প্রচুর সংখ্যক পর্যটক প্রতিবছরই কাঠমান্ডু সহ নেপালের বিভিন্ন জায়গায় বেড়াতে যান৷ অন্যদিকে ব্যবসায়িক প্রয়োজনেও শিলিগুড়ি থেকে নিয়মিত দু’ দেশের বহু মানুষ কাঠমান্ডুতে যাতায়াত করেন৷ ফলে সরকারি বাস পরিষেবা শুরু হলে তা জনপ্রিয় হওয়ার সম্ভাবনাও প্রবল৷ তবে কেন্দ্রের অনুমতি নিয়ে কবে পরিষেবা শুরু করা সম্ভব হয়, সেটাই এখন দেখার৷