|
---|
নদিয়া: হাঁসখালি কাণ্ডে নয়া মোড়! নির্যাতিতার মায়ের থেকে পাওয়া তথ্যের ভিত্তিতেই এফআইআরে নাম নির্যাতিতার বাবা ও দাদার।
জানা গেছে, সোমবার নির্যাতিতার মাকে বয়না রেকর্ডের জন্য ডেকে পাঠান তদন্তকারীরা। সেই সময় সিবিআই আধিকারিকরা মৃতার মাকে প্রশ্ন করেন, এফআইআরে তাঁর স্বামী ও এক তুতো দাদার নাম রয়েছে, বিষয়টি তিনি জানেন কি না। ক্ষোভ প্রকাশ করে তিনি জানান, এবিষয়টি একেবারেই তার জানা ছিল না। পাশাপাশি কেন বাবা ও দাদার নাম এফআইআরে, সেই প্রশ্নও তোলেন তিনি।
জেলা পুলিশের বক্তব্য, মৃতার মা জানিয়েছিলেন, তাঁর স্বামীর সামনেই পোড়ানো হয়েছিল মেয়ের দেহ। এছাড়াও আরও দুজন সেখানে ছিলেন, তাঁদের মধ্যে একজন ভাসুরপো। আইন অনুযায়ী, দেহ পোড়ানো মানে তা লোপাটের চেষ্টা। সেই কারণেই দেহ পোড়ানোর সময় ঘটনাস্থলে থাকায় নির্যাতিতার বাবা ও ভাসুরপোর নাম রয়েছে এফআইআরে। ঘটনাস্থলে থাকা সকলের নামই এফআইআরে রয়েছে।